কলকাতা: পায়ে পায়ে বিবাহবার্ষিকী পর্ণা আর সৃজনের। যদিও তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে, তারপরেও দত্তবাড়িতে মহাসমারোহে আয়োজন করা হয়েছে তাদের বিবাহবার্ষিকী। আগামীকাল ১ ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হবে ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-র। আর এই মহাপর্বে হাজির থাকবেন 'ফুলকি'-ধারাবাহিকের নায়ক ও নায়িকা। 


গল্পে, সৃজন ও পর্ণার বিচ্ছেদের মামলা চলছে। আর তাদের বিচ্ছেদ আটকানোর জন্য দত্ত পরিবারের ঠাম্মি সাহায্য় চায় ফুলকির কাছে। ঠাম্মি পরিকল্পনা করে, বিবাহবার্ষিকীর দিন সৃজন ও পর্ণাকে কাছাকাছি রাখতে হবে। তবেই তাঁদের দূরত্ব ঘুঁচবে আর আটকানো যাবে বিচ্ছেদও। সেই মতো ফুলকি সহ বাকিরাও এসে হাজির হয়। ফুলকি এসে পর্ণাকে বলে বিবাহবার্ষিকী উদযাপনের কথা, তবে পর্ণা দ্বিধা করে। তার ভয়, সৃজন এতে নারাজ হবে। কিন্তু সৃজন রাজি হয়ে যায় বিবাহবার্ষিকী উদযাপনে। আর তখন ঠাম্মি নিজের পরিকল্পনার কথা জানায়। 


গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, আয়োজন করা হয় সবকিছুরই। সবাই মিলে হাত লাগিয়ে আয়োজন করা হয় সবকিছুর। প্রথমে গায়ে হলুদ ও তারপরে দুপুরের খাওয়া দাওয়া। সবই হয় ঠাম্মির খরচে। সৃজন-পর্ণা ও রোহিত-ফুলকি একে অপরকে খাইয়ে দেয়। সেই অনুষ্ঠানে এসে ফুলকি কল্পনা করে, তাদেরও এমন করে বিবাহবার্ষিকী উদযাপন হবে। স্বপ্ন দেখে সে। খাওয়ার শেষে আয়োজন থাকে রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতারও। 


সন্ধেয় বাড়িতে আয়োজন গয় নাচ-গানের আসরের। পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব.. সবাই হাজির থাকে সেখানে। অন্যদিকে এই অনুষ্ঠান মোটেই পছন্দ করে না কৃষ্ণা। রাগে-বিরক্তিতে সে পরিকল্পনা করে কিভাবে সব বানচাল করা যায়। ইশার পরিকল্পনা মতো অজ্ঞান হওয়ার অভিনয় করে সে। পর্ণা আন্দাজ করতে পারে কৃষ্ণার পরিকল্পনা। কপাল ফাটানোর টোটকা দেয় সে। মনে মনে ভয় পায় কৃষ্ণা। শেষে পর্ণার বুদ্ধির জোরে, কৃষ্ণা অভিনয় করা ছেড়ে দেয়। জানায় সে সুস্থ হয়ে উঠেছে। এরপরে শুরু হয় মালাবদল ও কেক কাটা। বাকি গল্প দেখা যাবে ১ ঘণ্টার মহাপর্বে। 


 






আরও পড়ুন: Sushmita Sen Birthday: প্রেম, বিচ্ছেদ, গুঞ্জন... বার বার ভালবাসা এলেও সুস্মিতার জীবন চলে নিজের শর্তে


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।