ইনস্টাগ্রামে ফের সৌন্দর্য্যের ছটা দেখালেন ‘জগ ঘুমিয়া’ খ্যাত নেহা ভাসিন
এরপর ২০১৬ সালে নেহা ভাসিন সঙ্গীত পরিচালক সমীর উদ্দিনকে বিয়ে করেন।
বীবা ও বীবা রিলোডেড-- এই ২টি অ্যালবামের সাফল্যের পর এই গ্রুপ ২০০৪ সালে ভেঙে যায়।
তাঁর গ্রুপকে চ্যানেল ভি-এর রিয়্যালিটি শো কোক-এ পারফর্ম করতেও দেখা গিয়েছে।
২০০২ সালে নেহা নিজের কেরিয়ারের শুরু পপ গ্রুপ বীবা দিয়ে করেছিলেন।
তিনি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, পঞ্জাবী এবং মারাঠি ছবিতে গান গেয়েছেন।
নেহার গোটা ছয়েক ছবি থেকে এটা পরিষ্কার যে, তিনি নিজের শরীরকে ভীষণ ভালবাসেন।
তিনি এই পুরস্কার ‘জগ ঘুমিয়া তেরে জ্যায়সা না কোই’ গানের জন্য পেয়েছিলেন। এই গান তিনি ফিল্ম ‘সুলতান’-এ গেয়েছিলেন।
বলে দেওয়া যাক, ২০১৭ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা মহিলা নেপথ্যশিল্পীর পুরস্কার নেহা ভাসিন পেয়েছিলেন।
এই ছবি দিয়ে তিনি ইনস্টাগ্রামে শোরগোল ফেলে দিয়েছেন।
বলিউড গায়িকা নেহা ভাসিন ইনস্টাগ্রামে হট ছবি শেয়ার করলেন। তাতে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, এই ছবি দেখে আপনাদের রাগ হয়? খুব ভাল। আমি ততক্ষণ এমনই সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকব, যতক্ষণ না আপনাদের একজন মহিলাকে ‘টু পিস’-এ দেখার অভ্যাস না হয়।