মুম্বই: মাথার উপর কংক্রিটের ছাদ নেই জয়পুরের শাহজাদ আলি-র, কিন্তু বুক ভরা স্বপ্ন আছে। তার বিশ্বাস রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল ২০২০-তে গান গেয়ে সেরা হয়ে সে নিজের এবং পরিবারের সকলের জন্য পাকা ছাদের একটি বাড়ি কিনতে পারবে।পাশাপাশি তাকে টিভির শোয়ে জিততে দেখে পরিবারের সকলে গর্ব অনুভব করবে ।পরিবারের প্রতি কেন এতখানি দায়বদ্ধতা, আর তার সঙ্গে কেমন করে জড়িয়ে আছে এই রিয়্যালিটি শো, তার একটা কাহিনি আছে। শাহজাদ যাতে ইন্ডিয়ান আইডলের শোয়ে আসতে পারে, তার জন্য তার ঠাকুমা ধার করেছেন ৫ হাজার টাকা। সুতরাং, সব কিছু কেমন যেন ওতপ্রোতভাবে জড়িত। আর প্রতিযোগীর এই ঘটনা থেকেই বেরিয়ে আসে আরও একটা অন্য ভারতবর্ষের কথা। যেখানে স্বল্প রোজগারের অসংখ্য পরিবার দিন কাটান একটা মিরাকলের আশা নিয়ে। শাহজাদের কাহিনি শুনে চোখে জল এসে যায় শোয়ের অন্যতম বিচারক নেহা কক্করের। নেহা সিদ্ধান্ত নেন শাহজাদ আর তার ঠাকুমা যাতে ওই ধারের টাকা মিটিয়ে ফেলতে পারেন এবং খানিক টাকা তাদের হাতে থাকে সে জন্য তিনি এক লক্ষ টাকা দেবেন। প্রসঙ্গত, শুধুমাত্র ৫ হাজার টাকার কাহিনিটাই নয়, শাহজাদের গলার চমৎকার সুরও মোহিত করে নেহাকে। অপর বিচারক বিশাল দাদলানি বলেন, শাহজাদ যাতে গানের জন্য যথাযথ প্রশিক্ষণ পায়, সেজন্য একজন গুরু-র ব্যবস্থা করবেন তিনি।
বিচারকদের প্রশংসা পেয়ে এবং নেহার এক লক্ষ টাকা সাহায্য পেয়ে রীতিমতো উত্তেজিত শাহজাদ। তিনি বলেন, আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি নিশ্চিত আমার ঠাকুমা সব কিছু শুনে আমায় নিয়ে গর্বিত অনুভব করবেন। আর আমি নিজে আপাতত উত্তেজিত ইন্ডিয়ান আইডলে পারফর্ম করার জন্য।