দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীতকে বিয়ে করছেন নেহা কক্কর? চলতি মাসের শেষেই?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 03:47 PM (IST)
রোহন একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দুজনকে একসঙ্গে ‘ডায়ামন্ড দা ছাল্লা’ গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে রোহন।
মুম্বই: দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন গায়িকা নেহা কক্কড়। ব্যাপারটা চলতি মাসের শেষে ঘটতে পারে, এমনটাই রটেছে খবরে। মিউজিক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ রাইজিং স্টার’-এর দ্বিতীয় সিজনে সম্প্রতি প্রথম রানার-আপ হয়েছেন রোহন। চলতি বছরের গোড়ার দিকে বিয়ের রিয়্যালিটি শো ‘মুঝসে শাদি করোগে’-তেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে শেহনাজ গিলের সঙ্গে তাঁর বিয়ে হবে এমনটাই শোনা গিয়েছিল। অন্যদিকে নেহা সম্প্রতি অপর মিউজিক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে ছিলেন। ‘আঁখ মারে’, ‘কালা চশমা’, ‘টুকুর টুকুর’, ‘কর গয়ি চুল’, ‘লন্ডন ঠুমকদা’, ‘ও সাকি সাকি’-সহ বেশ কিছু হিট গান রয়েছে নেহার ঝুলিতে। কিছুদিন আগে নেহা আর রোহন একসঙ্গে একটি মিউজিক ভিডিও করেছেন। ‘আজা চল ভিয়া করওয়াইয়ে লকডাউন ভিচ কাট্টা হোনে খরচে’। এই পঞ্জাবি গানটির লিরিক লিখেছেন রোহন। এটি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নেহা। গানটির অর্থ হল, চলো লকডাউনেই বিয়েটা সেরে ফেলি, খরচপাতি অনেক কমে হয়ে যাবে। রোহন অপর একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দুজনকে একসঙ্গে ‘ডায়ামন্ড দা ছাল্লা’ গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে রোহন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই দিল্লিতে দুজনের বিয়ে হবে। তবে মহামারীর কারণে অনুষ্ঠানের জাঁকজমক থাকবে কম। তবে বিয়েটা না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না এই খবর। কারণ নেহার বিয়ে নিয়ে এর আগেও অনেকবার খবর রটেছে।