নয়াদিল্লি: শুক্রবার রুদ্ধদ্বার বৈঠক (closed-door meeting) সারে স্ট্রিমিং প্ল্যাটফর্ম (streaming platform) নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন (Amazon), ডিজনি (Disney) ও মুকেশ আম্বানির জিও সিনেমা অ্যাপ (Mukesh Ambani's JioCinema app)। সৌজন্য, নতুন তামাক বিরোধী সচেতনতা বার্তা সংক্রান্ত নিয়ম ও সেটিকে বন্ধ করার উপায়, খবর সংবাদ সংস্থা সূত্রে। এই সূত্র মারফত খবর, ওটিটি সংস্থাগুলি (OTT Platform) এই নতুন নিয়মের বিরুদ্ধে একটি সম্ভাব্য আইনি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে, কারণ তাদের আশঙ্কা যে নতুন এই নিয়ম মানলে তাদের প্ল্যাটফর্মে ইতিমধ্যেই যে কনটেন্ট রয়েছে সেগুলি এডিট (edit) করতে কয়েক লক্ষ ঘণ্ট সময় লেগে যাবে।
স্বাস্থ্য মন্ত্রকের নতুন নিয়মের আইনি বিরোধিতার ভাবনায় ওটিটি প্ল্যাটফর্মগুলি?
গত বুধবার, 'বিশ্ব তামাক বিরোধী দিবস'-এ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কনটেন্টে তামাক বিরোধী সচেতনতা বার্তা (anti-tobacco warnings) রাখা এখন বাধ্যতামূলক। এও বলা হয়, নিয়ম না মানলে জরিমানা করা হবে। আগামী তিন মাসের মধ্যে এই নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে। এই তিন মাসের মধ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে তাঁদের সকল কনটেন্টের সমস্ত ধূমপান সংক্রান্ত দৃশ্যে তামাক বিরোধী সচেতনতা বার্তা ঢোকাতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার একটি ৫০ সেকেন্ডের তামাক বিরোধী সতর্কতা বার্তা চাইছে, প্রত্যেক প্রোগ্রামের শুরুতে ও মাঝে, যার মধ্যে একটি অডিও-ভিস্যুয়াল হবে।
দুই ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, এমনকী ভায়াকম ১৮-এর জিও সিনেমা অ্যাপের প্রতিনিধিরা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। নেটফ্লিক্সের কথায়, নতুন এই নিয়ম গ্রাহকদের অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলবে এবং প্রযোজনা সংস্থাগুলিকে এই দেশে তাঁদের কনটেন্ট মুক্তি বন্ধ করতে বাধ্য করবে। সংস্থাগুলির ভারতীয় প্রতিনিধিরা আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন, তাঁদের কথায় অন্যান্য মন্ত্রক যেমন তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রকের স্ট্রিমিং জায়ান্টগুলির উপর নির্দেশ দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের নেই।
প্রসঙ্গত, এর আগে দেশে সচেতনতা বার্তা দেওয়া বাধ্যতামূলক ছিল টিভি অনুষ্ঠান ও সিনেমার ধূমপান এবং মদ্যপানের দৃশ্যে। যদিও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির জন্য এমন কোনও নিয়ম ছিল না। কিন্তু এখন ওটিটির কনটেন্ট অত্যন্ত বেশি জনপ্রিয়তা লাভ করেছে। সূত্রের খবর, একাধিক সমাজকর্মীরা এই নতুন নিয়মকে সাদরে গ্রহণ করেছেন, যাঁদের মতে এর ফলে দেশে তামাক সেবনের মাত্রা কমবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ হল ভারত, এবং সমীক্ষা বলছে প্রত্যেক বছর এই তামাকের কারণে দেশের ১.৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয়।
আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?
নেটফ্লিক্স, অ্যামাজন ও ডিজনির ভারতীয় অনলাইন দুনিয়ায় উজ্জ্বল উপস্থিতি। তাঁরা বিখ্যাত হিন্দি কনটেন্ট তৈরি করেন যেখানে প্রায়ই অভিনেতাদের ধূমপানের দৃশ্য থাকে। এর থেকেই চিন্তিত হন সমাজকর্মীরা, তাঁদের মতে এর ফলে তামাক সেবনে উৎসাহী হতে পারেন দেশবাসী। এখন এই নতুন নিয়মের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় ওটিটি প্ল্যাটফর্মগুলি সেটাই দেখার।