নয়াদিল্লি: রাশিয়ায় (Russia) নিজেদের পরিষেবা আপাতত বন্ধ করল (Suspends Service) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের (Ukraine Invasion) কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে দিল নেটফ্লিক্স। ওটিটি সংস্থার তরফে জানানো হয়েছে এমনটাই।


রবিবার নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, 'যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'


নেটফ্লিক্সের সামগ্রিক আয়ের তুলনামূলক ছোট শতাংশ আসে রাশিয়া থেকে। সারা বিশ্বে নেটফ্লিক্সের মোট ২২২ মিলিয়ন  পেড মেম্বারশিপের তুলনায় রাশিয়ায় ওই সংস্থার মাত্র ১ মিলিয়নেরও কম গ্রাহক রয়েছে। এর আগে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দেখা গেছে এমনই পরিসংখ্যান।


রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তার পর থেকেই  নেটফ্লিক্স রাশিয়ার সঙ্গে প্রজেক্ট এবং অধিগ্রহণ বন্ধ করে দিয়েছিল। চারটি রাশিয়ান ভাষার সিরিজের প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। রাশিয়ান নিয়ম অনুযায়ী খবরের চ্যানেল চালানোর প্রস্তাবেও নেটফ্লিক্স পিছিয়ে আসে।


বিভিন্ন সংস্থা থেকে শুরু করে টেক জায়ান্ট, রিটেলার, সকলেই রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। হয় সে দেশে তারা ব্যবসা বন্ধ করেছে বা পরিষেবা। রবিবারে নেটফ্লিক্সের এহেন পদক্ষেপ, সাম্প্রতিককালের সেই সকল সংস্থাদের অন্যতম করে তুলল যারা এই যুদ্ধের কারণে রাশিয়ার থেকে মুখ সরিয়ে নিচ্ছে।


আরও পড়ুন: Shah Rukh Khan: বিমানবন্দরে ঢোকার আগে গাড়ির চালককে কী বললেন শাহরুখ খান? ভাইরাল ভিডিও


গত সপ্তাহের শুরুর দিকে ডিজনিও একই ধরণের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় সমস্ত ছবির মুক্তি স্থগিত করেছে তারা, যার মধ্যে 'টার্নিং রেড'ও আছে। এই একই ধারা বজায় রেখেছে ওয়ার্নার ব্রোস, সোনি, প্যারামাউন্ট পিকচার্স, ইউনিভার্সাল।


অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জারি। খারকিভে রুশ হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের। সে দেশের মাইকোলভে সকালে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হানা হয়। আক্রান্ত ওডেসা শহরও, দাবি ইউক্রেনের। খারকিভে বহুতলে, লুহানস্কে তেলের ডিপোয় আগুন।