নয়াদিল্লি: এবার ইউক্রেনের (Ukraine) সুমিতে রুশ (Russia) হামলা। এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া (Indian Student)। ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর। দিন ও সময় শীঘ্রই জানানো হবে, নির্দেশ পেলে দ্রুত সুমি ছাড়তে হবে, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।


পাশাপাশি, আজ সকালে ইউক্রেন (Ukraine) ফেরত ১৬০ জন ভারতীয়কে নিয়ে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে দেশে ফিরেছে বিশেষ বিমান। অন্যদিকে, দেশ ছাড়ার অপেক্ষায় এখনও খারকিভ স্টেশনে হাজার হাজার মানুষের ভিড়। সংবাদ সংস্থা এপি-র রিপোর্টে উল্লেখ, যুদ্ধের ১১ দিনেই ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন ১৫ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় মানব সঙ্কট, রিপোর্টে দাবি সংবাদসংস্থা এপি-র।


রাশিয়ার (Russia) হামলা (Ukraine Russia War) থেকে বাঁচতে টানা কয়েকদিন কাটাতে হয়েছে বাঙ্কারে । ইউক্রেনের সীমান্ত (Ukraine Border) পেরোতে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা! প্রবল ঠাণ্ডার মধ্যে খাবার আর জলের জন্য হাহাকার! ভয়ঙ্কর সব অভিজ্ঞতা নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরছেন বাংলার পড়ুয়ারা। প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন!


বিদেশ মন্ত্রক আশ্বাস দিচ্ছে। কিন্তু, ইউক্রেনের (Ukraine) বাস্তব পরিস্থিতি ভয়ঙ্কর । ইউক্রেনের (Ukraine) ভয়ঙ্কর  ছবিগুলোই বলে দিচ্ছে, কী চরম উৎকণ্ঠার মধ্যে সেখানে আটকে ছিলেন ভারতীয় পড়ুয়ারা। এখনও আটকে রয়েছেন অনেকেই । ইতিমধ্যেই রুশ হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্র এভং বাংলাদেশী নাবিক। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ ।


আরও পড়ুন: Chitra Ramkrishna Arrested:  জামিনের আবেদন খারিজ, গ্রেফতার NSE-র প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ


এদিকে জানা গিয়েছে, ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর এবার ইউক্রেনের এক জলবিদ্যুৎ কেন্দ্রও কব্জা করে ফেলল রাশিয়া। গতকাল দুই শহরে আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইউক্রেন লড়াই বন্ধ করলে, রাশিয়া সামরিক অভিযান বন্ধ রাখবে বলে জানায় পুতিন।