মুম্বই: নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। দু’জনই নিজের মতো করে সফল। কিন্তু এই মুহূর্তে তীব্র সংঘাত চোখে পড়ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে ঘিরে। তাঁরা নিজেরা সংঘাতে জড়াননি, বরং কার্যতই সম্মুখসমরে নেমে পড়েছেন তাঁদের অনুরাগীরা। দীপিকার অনুরাগীদের দাবি, আলিয়া নায়িকার থেকে একের পর এক জিনিস ছিনিয়ে নিচ্ছেন। যদিও আলিয়ার অনুরাগীরা অভিযোগ মানতে নারাজ। (Bollywood News)

অভিনয়ের জগতে আলিয়ার চেয়ে সিনিয়র দীপিকা। কিন্তু অভিনয় ক্ষমতা হোক বা বক্সঅফিসের রেকর্ড, পরস্পরকে টেক্কা দেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে টেক্কা দিতে ব্য়স্ত। কিন্তু কী এমন ঘটল, যার জন্য এতদূর জল গড়াল? বিতর্কের সূচনা একটি বিজ্ঞাপনকে ঘিরে। আমেরিকার একটি জামাকাপড়ের সংস্থা সম্প্রতি আলিয়াকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন। শুক্রবারই ওই সংস্থার ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে আলিয়ার নাম ঘোষিত হয়েছে। (Alia Bhatt-Deepika Padukone)

আর তার পর থেকেই আলিয়ার উপর চড়াও হয়েছেন দীপিকার অনুরাগীরা। এর আগে, দীর্ঘদিন ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন দীপিকা। তাঁকে সরিয়ে আলিয়া চুক্তি হাসিল করেছেন বলে অভিযোগ তোলা হচ্ছে। দীপিকাকে সরিয়ে কেন আলিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল, ওই সংস্থাকে কৈফেয়ত দিতে হবে বলে দাবি তুলেছেন অনেকে। শুধু তাই নয়, আলিয়া আসলে দীপিকার সবকিছু ছিনিয়ে নিতে চাইছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে। আলিয়াকে কেউ ‘হিংসুটে’, কেউ আবার ‘হীনম্মন্যতায় ভোগা নায়িকা’ বলে কটাক্ষ করছেন। 

সোশ্যাল মিডিয়ায় একজন আবার লেখেন, ‘দীপিকার থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছো তুমি’। অন্য একজন লেখেন, ‘আলিয়া কেন? আমরা দীপিকাকে চাই। দীপিকাকে ফেরত আনতে হবে। আলিয়াকে চাই না’। দীপিকাকে ওই সংস্থার জামাকাপড়ে যত সুন্দর দেখায়, আলিয়াকে ততটা মানাচ্ছে না বলেও দাবি করেন কেউ কেউ। যদিও আলিয়ার অনুরাগীদের দাবি, দুই নায়িকাই নিজেদের মতো করে জনপ্রিয়। তাঁরা নিজেদের যোগ্যতায় কাজ করছেন। তাই একজনের জন্য অন্যকে ছোট করা উচিত নয়।

এ নিয়ে দীপিকা বা আলিয়া, কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে দুই নায়িকার অনুরাগীদের মধ্যে এই তিক্ততা নতুন কিছু নয়। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কপূরকে বিয়ে করা নিয়েও কটাক্ষ সইতে হয় আলিয়াকে। এমনকি, ‘গোলিওঁ কি রাসলীলা রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবতে’র পর দীপিকার পরিবর্তে সঞ্জয়লীলা বনশালী কেন আলিয়াকে নিয়ে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ করলে, সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও আলিয়া এবং দীপিকা বরাবরই পরস্পরের প্রশংসা করেছেন। এমনকি দীপিকার স্বামী রণবীর সিংহকে নিজের ‘সখী’ বলেও উল্লেখ করেন আলিয়া। তবে নেটিজেনরা সেসবের ধার ধারছেন না এই মুহূর্তে।