কলকাতা: করোনা মহামারীর ভয়াবহতায় একপ্রকার থমকে গিয়েছিল জনজীবন। আটকে ছিল বেশ কিছু ছবির কাজও। প্রেক্ষাগৃহ খোলার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়েছে থমকে থাকা ছবির কাজ। কিংশুক শরখেলের পরিচালনায় তৈরি ‘মিটার ডাউন’ছবির শ্য়ুটিং-এর কাজও প্রায় শেষ পর্যায়। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। পাশাপাশি রয়েছেন পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্য়ায়, শুভস্মিতা মুখোপাধ্য়ায়, স্বীকৃতি মজুমদার, অপ্রতিম চট্টোপাধ্য়ায়, সুমন চক্রবর্তী সহ টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ। 


পরিচালক কিংশুক সরখেল হায়দরাবাদের রামোজি একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন এর প্রাক্তন ছাত্র। অতীতে বেশ কিছু বাংলা ছবিতে সহযোগী পরিচালকের কাজ করার পর হাত দিয়েছেন নিজের স্বপ্নের প্রোজেক্ট 'মিটার ডাউন'-এ। 


‘মিটার ডাউন’ছবিতে তুলে ধরা হয়েছে কলকাতা শহরের হলুদ ট্যাক্সি চালক রাজুর গল্প। যে কিনা একজন নিপাট ভালোমানুষ কিন্তু সমাজ এবং পরিস্থিতির ক্রমাগত চাপ পরিবর্তন ঘটায় তার ব্যবহারে। ‘মিটার ডাউন’ছবির অন্যতম মূল আকর্ষণ এই ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী এবং দেব গোস্বামী। এই ছবিতে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, সোমলতা আচার্য্য চৌধুরী, শুভঙ্কর দে, ঈশান মিত্র এবং বাংলাদেশের দুজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সিঁথি সাহা এবং ইমরান মাহমুদুল।


সিঁথি এবং ইমরান এই প্রথমবার কোনও ভারতীয় ছবির জন্য গান গাইলেন। 'মিটার ডাউন' ছবির আবহ সঙ্গীত করছেন ভাস্বর সেন। ছবির গান ও গল্প নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক কিংশুক।


'মিটার ডাউন'-এ জন্যে সৌরভ দাসকে দেখা যাবে রাজু নামে একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করতে। রাজু বিয়ের পরই শুরু হয় নানান সমস্য়া। তার মা ও দিদি বারবার বাধা হয়ে দাঁড়ায় তাদের দাম্পত্য় জীবনে। আর এই সমস্য়াকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। সবশেষে কী হয়, তা জানা যাবে ছবি দেখার পর। যদিও ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।