কলকাতা: কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee)-র নতুন ছবির গল্প বনফুলের 'পাশাপাশি' গল্প অবলম্বনে। আজ প্রকাশ্যে এসেছে এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নাম ও তাঁদের লুক। কমলেশ্বরের ছবির গল্পের নাম 'একটু সরে বসুন' (Ektu Sore Bosun)। 


নতুন এই ছবিতে অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), পাওলি দাম (Paoli Dam), ইশা সাহা (Ishaa M Saha), পায়েল সরকার (Paayel Sarkar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhyopadhyay), মানসী সিংহ (Manasi Sinha), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও রজতাভ দত্ত (Rajatava Dutta)।           


এক সাহিত্য নির্ভর কমেডি ছবির গল্প বলার জন্য তৈরি হচ্ছেন কমলেশ্বর। বাংলা সাহিত্যে ছোটগল্পের জাদুকর বনফুলের (ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের) গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবিতে। ছবির নাম 'একটু সরে বসুন'। বাড়ির লোক ও পাড়া প্রতিবেশীদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে এক মফস্বলের জনৈক বেকার যুবক পাড়ি দেয় কলকাতায়। চাকরির খোঁজে। এটিই ছবির কেন্দ্রীয় চরিত্র, নাম গুড্ডু। সংস্কৃত নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করেছে সে।               


 

কলকাতায় এসে সে আশ্রয় নেয় তার দূরসম্পর্কের দাদা-বৌদি'র বাড়িতে। পিছু পিছু তার ওপর নজর রাখতে আসে তার মফস্বলের 'নেক্সট ডোর লাভ ইন্টারেস্ট'। পিউ। কলকাতায় সেই চাকরি সন্ধানী যুবকের দেখা হয় মোহময়ী এক প্লেসমেন্ট এজেন্টের সঙ্গে। চাকরি খোঁজার জটিল পাকদন্ডী বেয়ে হাঁটতে হাঁটতেই সমসাময়িক শহুরে জটিলতার চোরাগলিতে ঢুকে পড়ে সে। আর সঙ্গে চলে তার প্রেম জীবনের টানাপোড়েন। এই নিয়েই তৈরি হাস্যরসাত্মক ছবি - 'একটু সরে বসুন'।               

 

গুড্ডু ও পিউ ছাড়াও এই ছবিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র। ফটকেদা, নতুন ভাই, রোকেয়া, মহিমা, জোগেন ও অন্যান্যরা। মজার মোড়কে এক বাস্তবের গল্পকেই সমসাময়িকভাবে পর্দায় তুলে ধরছেন কমলেশ্বর। এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে বিগ ক্যাট ফিল্মস (Big Cat Films) ও অনিন্দ্য দাশগুপ্ত (Anindya Dasgupta)