কলকাতা: 'হইচই'-এর তরফ থেকে একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে সদ্যই। মঙ্গলবার সন্ধেয় তারকাখচিত আইটিসি রয়্যালের একাংশ। হাজির হয়েছে প্রায় গোটা টলিউড। আর সেখানেই একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করা হয় 'হইচই'-এর তরফ থেকে। জনপ্রিয় বিভিন্ন ওয়েব সিরিজের দ্বিতীয় পার্টেরও ঘোষণা করা হয় এদিন।


হইচই সিজন সিক্সে থাকছে ২৫টি ওয়েব সিরিজ। তবে এবার থাকছে চমক। সিরিজে পদার্পণ দুই পরিচালকের। অরিন্দম শীল (Arindam Shil) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দেবারতি মুখোপাধ্যায় রাঢ় কাহিনি অবলম্বনে তৈরী হবে অরিন্দম শীলের সিরিজ ত্রৈলোক্য। এক মহিলা সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়ে যাবে ত্রৈলোক্য-র গল্প। পাশাপাশি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন নারী যখন রাজনীতির ময়দানে সফলতা পায়, তখন তাঁর লড়াই কতটা কঠিন হয় সেই নিয়েই আবর্তিত হবে রাজ চক্রবর্তীর সিরিজ ডি এম মল্লিকা। এই দুই সিরিজের ক্ষেত্রেই এখনও পর্যন্ত চরিত্রায়ণ চূড়ান্ত হয়নি। 


আরও পড়ুন: Kareena Kapoor Birthday: বাড়ি থেকে অভিনয়ে আপত্তি, প্রথম ছবি থেকে বহিষ্কৃত, সহজ ছিল না করিনা কপূরের উত্থানের পথ


এছাড়াও নতুন ও সিক্যুয়াল মিলিয়ে ২৫টি সিরিজের ঘোষণা করা হয়। সেগুলি হল, ‘ইন্দু টু’, ‘প্রফেসর ভূতনাথ’, ‘মিস্টার কলকেতা’, ‘বোধ’, ‘মন্টু পাইলট-থ্রি’, ‘হস্টেল ডেজ’, ‘কাইজার -টু’, ‘একেন বাবু- সিক্স’, ‘ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর’, ‘কারাগার-টু’, ‘গভীর জলের মাছ’, ‘সরকার’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘গোরা -টু’, ‘হ্যালো রিমেমবার মি’, ‘মহানগর-অন্তিম পর্ব’, ‘বোধন’, ‘ব্যোমকেশ ও পিঞ্জরাপোল’, ‘ডি এম মল্লিকা’, ‘শ্রীকান্ত-টু’, ‘ত্রৈলোক্য’, ‘সম্পূর্ণা -দ্য ফাইনাল চ্যাপ্টার’, ‘যোগসূত্র’, ‘দ্য বেঙ্গল স্ক্যাম- বিমা কান্ড’ও ‘জাতিস্মর’।