কলকাতা: দিনভর আগলে রেখেছেন পুত্রসন্তানকে। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। অভিনেত্রী, সাংসদ সমস্ত পরিচয় পেরিয়ে এখন যেন একটা সত্তাই প্রধান নুসরত জাহানের কাছে। মাতৃসত্তা। সূত্রের খবর, মা ও তাঁর সদ্যোজাত সন্তান একদম সুস্থ। রবিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে পারে নুসরত জাহান এবং তাঁর পুত্র সন্তানকে।


রবিবার তাঁর এবং নবজাতকের কিছু পরীক্ষা করার পর বাড়ি ফেরার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। নুসরতের পুত্রসন্তানকে তাঁর সঙ্গে এক বিছানাতেই রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর হাসপাতালে ২৪ ঘণ্টাই তাঁর সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত।


গতকালই নুসরতের শিশুপুত্রের জন্মের পর তাঁর খবর অনুরাগীদের জানিয়েছিলেন স্বয়ং যশ দাশগুপ্ত। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। গতকাল, প্রসবের সময়ও হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ।


শোনা গিয়েছে, নুসরত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান। আর ঈশান নামের ইংরেজি বানানের আদ্যক্ষরে রয়েছে Y। যশের নামের ইংরেজি বানানের আদ্যক্ষরও Y। ফের জল্পনা? হাসপাতাল অবশ্য জানিয়েছেন, নুসরত চান, আপাতত মায়ের পরিচয়েই বড় হোক সদ্যোজাত।


নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এখনও মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত ও যশ দুজনেই। নুসরতের সন্তানের এখন কেবল মাতৃপরিচয়ই যথেষ্ট।


সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। মা হওয়ার আগের দিন পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।