দার্জিলিং, মোহন প্রসাদ: দার্জিলিংয়ের কার্শিয়ংয়ে ভয়াবহ ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী। স্ত্রীর ধড় থেকে মাথা বিচ্ছিন্ন করে খুন করে ওই ব্যক্তি। অম্বর রাই নামে এই নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। বছর পঞ্চাশের অম্বর রাই নৃশংসভাবে খুন করে তার স্ত্রী বিনয় রাইকে। নিহতের বয়স ৪৪ বলে জানা গেছে।
দার্জিলিং জেলার কার্শিয়ং মহকুমার সিটং গ্রামের সিঙ্গোনা বাগানে এই ঘটনা ঘটেছে। ধারাল অস্ত্রের আঘাতে স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত। কার্শিয়ং থানার আইসি নব্যেন্দু সরকার জানিয়েছেন,পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। এক প্রতিবেশীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে অভিযুক্ত তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করল, তা এখনও জানা যায়নি। মৃত মহিলা সিটং সিঙ্কোনা বাগানে কাজ করতেন। জানা গেছে, অম্বর ও বিনয় রাইয়ের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে এক মেয়ের বিয়েও হয়ে গিয়েছে। ঘটনার সময় তিন সন্তানের কেউই বাড়িতে ছিল না বলে জানা গেছে।
এদিকে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে জলপাইগুড়ির উত্তর সুকান্তনগর এলাকায় খুন হলেন এক যুবক। তাঁর হাত কেটে চোখ খুবলে নেওয়ার অভিযোগ উঠেছে। গৃহবধূর উপস্থিতিতেই তাঁর প্রেমিককে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মহিলার স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্কের জন্য জীবন দিয়ে তার মাসুল দিতে হল তরতাজা ওই যুবককে। খুন হয়েছেন জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্ত নগর এলাকার বাসিন্দা রাজা বসাক। পরিবার ও স্থানীয় সূত্রে দাবি, রাজার সঙ্গে এলাকার এক বিবাহিতা মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল। তা নিয়ে অশান্তি ও টানাপোড়েন চলছিল দুই পরিবারের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী, তাঁর স্ত্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে থাকতেন। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সেখানেই ডেকে নিয়ে যাওয়া হয় রাজা বসাককে। তাঁকে একটি ঘরে বন্ধ করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৪ জনের বিরুদ্ধে।অভিযোগ, মহিলার উপস্থিতিতে তাঁর স্বামী, জামাইবাবু, এবং দুই আত্মীয় রাজাকে খুন করে। প্রথমে বঁটি দিয়ে হাত কেটে নেওয়ার পর রাজার দুটো চোখ উপড়ে নেওয়া হয় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই ভয়াবহ ঘটনা জানাজানি হয়। খুনের অভিযোগে মহিলার স্বামী এবং স্বামীর জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মামলায় রাজসাক্ষী করা হয়েছে মহিলাকে। খুনের ঘটনায় বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।