নয়াদিল্লি: পরিচালক অজয় বহেলের সাসপেন্স ড্রামা থ্রিলার 'দ্য লেডি কিলার'-এ অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্জুন কপূরকে। ছবির নির্মাতারা ঘোষণা করেন সোমবার। 


ভূষণ কুমার ও শৈলেশ আর সিংহ প্রযোজিত ছবিটি তৈরি হচ্ছে একজন ছোট শহরের 'প্লে বয়'-কে ঘিরে যে প্রেমে পড়ে 'সেলফ ডেস্ট্রাক্টিভ বিউটি'-এর এবং দেখা যাবে তাঁদের উদ্দাম প্রেমের গল্প। 


 






ছবির গল্পটি লিখেছেন অজয় বহেল। তিনি এর আগে 'বিএ পাস', 'সেকশন ৩৭৫'-এর মতো ছবি তৈরি করেছেন। তাপসী পন্নু অভিনীত আসন্ন ছবি 'ব্লার'-ও তাঁর পরিচালিত।


'দ্য লেডি কিলার' ছবির স্ক্রিপ্ট পড়ে অভিভূত হন অর্জুন কপূর। নিজের চরিত্রটিকে এখনও পর্যন্ত তাঁর 'সবচেয়ে চ্যালেঞ্জিং' চরিত্র বলেও মন্তব্য করেন।


আরও পড়ুন: ইউভানের দ্বিতীয় পুজো, হলুদ পাঞ্জাবিতে মা দুর্গার সামনে হাজির একরত্তি


'দুর্দান্ত প্রযোজক ভূষণ স্যর, শৈলেশ স্যর ও অবশ্যই আমার পরিচালক অজয় বহেল স্যরের সঙ্গে এই সফরের সঙ্গী হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। নিজের চরিত্রের জন্য তৈরি হতে আর অপেক্ষা করতে চাই না, এটা আমার সবচেয়ে কঠিন চরিত্র হতে চলেছে তবুও আমি খুব এক্সাইটেড,' বিবৃতিতে  বলেন ৩৬ বছর বয়সী অভিনেতা।