কলকাতা: সমদর্শী দত্তের (Samadarshi Dutta) পরিচালনায় এবার ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও তানিকা বসু (Tanika Basu)। নাম 'ইতি মেমোরিজ' (Iti Memories)। প্রকাশ্যে এল ওয়েব সিরিজের দ্বিতীয় পোস্টার। ঝরা পাতার মাঝে দাঁড়িয়ে পর্দার মল্লার ও আহেরি।
প্রকাশ্যে 'ইতি মেমোরিজ'-এর নতুন পোস্টার
ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে 'ইতি মেমোরিজ'-এর টিজার পোস্টার। ২১ নভেম্বর প্রকাশ্যে এল সিরিজের দ্বিতীয় ও নতুন পোস্টার। সমদর্শী দত্তের পরিচালনায়, 'ফিল্মস অ্যান্ড ফ্রেমজ' প্রযোজিত, 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে আগামী মাসে আসতে চলেছে এই হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ।
সিরিজের কাহিনি আবর্তিত হবে মল্লার ও আহেরিকে ঘিরে। মল্লার একজন প্রবাসী বাঙালি। দীর্ঘদিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরির আবদার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরির ভালবাসার শহর কলকাতায় মল্লার আসছে। উদ্দেশ্য প্রিয় মানুষের ভালবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়া। কোনও একসময় আহেরি মজা করেই মল্লারকে বলেছিল যে সে কখনও কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে। অর্থাৎ বলাই বাহুল্য মল্লারের কলকাতা ভ্রমণের ট্যুর গাইড হবে আহেরি। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরির। প্রেমিকার হাত ধরে কলকাতা শহরের অলিগলি ঘুরে দেখা হয় না মল্লারের। কিন্তু কলকাতা যাপন সে করে। প্রিয় মানুষের প্রিয় শহরকে আত্মস্থ করার চেষ্টা করে। আঁকড়ে ধরার চেষ্টা করে। শহরের আনাচ-কানাচ থেকে আহেরিকে খুঁজে পেতে চেষ্টা করে। জীবনের একটা অধ্যায়ের শেষ হয় বটে, কিন্তু শুরু হয় নতুন এক সফর।
আরও পড়ুন: Vicky Kaushal News: কলকাতায় ভিকি কৌশল, শ্যুটিং করবেন কলকাতা আর ব্যারাকপুরে
সিরিজে সৌম্য ও তানিকা ছাড়াও দেখা যাবে অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, মিঠুন দেবনাথ, কৌশিক শীল, অয়ন্তিকা নাথ। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন শ্রাবণ ভট্টাচার্য।