কলকাতা: বড়পর্দা থেকে ফের ছোটপর্দায় ফিরছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। শুধু কী তাই, ছোটপর্দায় তৈরি হচ্ছে নতুন জুটিও। অনেকে আবার লম্বা বিরতির পর ফিরছেন শ্যুটিং ফ্লোরে। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথমবার জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। তবে শুধু এই দুই নায়ক নায়িকাই নয়, এই ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা, সঞ্চারী মন্ডল ও অন্য়ান্যরা।


চার বছর পর ফের ছোটপর্দায় ফিরছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে 'গাঁটছড়া'-র শ্যুটিংয়ের একটি ভিডিও। অনিন্দ্য বলছেন, '৪ বছর পর ছোটপর্দায় ফেরা আমার কাছে ঘরে ফেরার মতোই। বন্ধুরা মিলে একসঙ্গে কাজ করছি। আমি, সোলাঙ্কি, গৌরব, আমরা সবাই দীর্ঘদিনের বন্ধু। আশা করছি খুব ভালো কিছু উপহার দিতে পারব দর্শকদের।'


একই সুর সোলাঙ্কির গলাতেও। তবে ধারাবাহিকের নায়িকাকে শ্যুটিং সেটে নয়, পাওয়া গেল মেকআপ রুমে। সেজে নিতে নিতেই তিনি বলে উঠলেন, 'গৌরবের সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব ছিল। তবে এই প্রথম আমরা ছোটপর্দায় একসঙ্গে কাজ করছি। তবে কেবল গৌরব নয়, দর্শকদের পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন।'


গৌরবের সাজপোশাকে অবশ্য কিছুটা বিশেষত্ব রয়েছে। কোট-প্যান্টের সঙ্গে বো-টাইতে গৌরব মোটেই বাঙালি বাবু নন। তবে ছোটপর্দায় কাজ শুরু করে বেশ উচ্ছসিতই দেখাল তাঁকে। অভিনেতা বলছেন, 'আমাদের প্রোমো শ্যুটিংটা বেশ আকর্ষণীয়ই হচ্ছে। খুব তাড়াতাড়ি ধারাবাহিকের মূল অংশের শ্যুটিংয়ে শুরু হয়ে যাবে।'


সদ্য ধারাবাহিক 'ধ্রুবতারা' শেষ করেছিলেন সঞ্চারী। 'গাঁটছড়া'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রোমো শ্যুটে তাঁকেও দেখা গেল পাশ্চাত্য পোশাকে। সঞ্চারী-সহ প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই বেশ উচ্ছসিত দেখাল। আপাতত প্রোমো শ্যুটিং হলেও খুব তাড়াতাড়ি মূল ধারাবাহিকের শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রোমো শ্যুটেই দর্শকদের নজর কাড়ছে 'গাঁটছড়া'।