কলকাতা: কিছুটা বিরতি নিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিল প্রতীক আর সোনামণির জুটি, তবে এবার নতুন নায়িকার সঙ্গে অভিনয় করবেন প্রতীক। তাঁর নাম রত্নাপ্রিয়া দাস। ইতিমধ্যেই প্রকাশ্যে এশেছে ধারাবাহিকের ঝলক ও সেখানেই আঁচ পাওয়া যাচ্ছে চরিত্রদের।


রত্নাপ্রিয়ার চরিত্রের নাম পূজারিনী, মন্দিরের কাছে একটি ফুলের দোকান চালায় সে। মিষ্টি সম্ভাবের এই মেয়েটি সাহায্য করতে এগিয়ে আসে সবাইকেই। অন্যদিকে প্রতীকের চরিত্রের নাম 'মহারাজ'।  যখন 'পূজারিণী' সকালে ফুলের দোকান খুলছে, তখন উল্টোদিকের মদের দোকানে বসে রয়েছে মহারাজ'। মদ কেনার অপেক্ষায়। পাড়ার ছেলেদের নিয়ে নেশা করা, হুল্লোড় করা এই সমস্ত বিষয়ে মহারাজ'-কে কুখ্যাত বললেও চলে। সবাই তার ওপর বিরক্ত। কিন্তু সত্যিই কি মহারাজের চরিত্রের এই একটাই দিক? যখন মহারাজ' মদের নেশায় চূড় হয়ে রাস্তায় শুয়ে পড়ে, তখন এক বৃদ্ধ মাস্টারমশাইকে বলতে শোনা যায়, 'এই পাড়ার সবচেয়ে ভাল ছাত্র ছিল মহারাজ'। উপার্জন, পড়াশোনা কিছুই না করে এভাবে মদের নেশায় নিজেকে ডুবিয়ে রাখার কারণ কী? কী রয়েছে মহারাজ'-এর অতীতে? সেই গল্পই বলবে ধারাবাহিক 'উড়ান'। 


এই একই চ্যানেলে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'রোশনাই'। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, পায়ে ঘুঙুর বেঁধে কত্থক অভ্যাস করছেন অনুষ্কা আর তাঁর নাচ দেখে ক্যামেরায় চোখ রাখছেন শন। অনেকটা যেন সেই মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit)-এর  'ওরে পিয়া' গানটির দৃশ্য। সেখানেও কত্থক অভ্য়াস করতে দেখা গিয়েছিল মাধুরীকে। অনেকেই নতুন এই জুটির রসায়ন দেখার অপেক্ষায়।


'গাঁটছড়া' ধারাবাহিকে-তে শোলাঙ্কি রায় (Sholanki Roy), শ্রীমা ভট্টাচার্য্য (Sreema Bhattacharyya)-এর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। তবে সেখানে এক্কেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। প্রথমে এক্কেবারে রোখাচোখা এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে তিনি পুলিশ অফিসারের চরিত্রেও অভিনয় করেছেন। তবে এবার একজন কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। 


 






আরও পড়ুন: Sandip Roy Exclusive: ফেলুদার ছবিতে পান থেকে চুন খসলেই মানুষ গালাগালি করার জন্য মুখিয়ে থাকেন: সন্দীপ রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।