কলকাতা: নতুন ওয়েব সিরিজে রজতাভ দত্ত (Rajatabha Dutta) ও বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। ওয়েব সিরিজে গোয়েন্দা গল্প নিয়ে আসছেন পরিচালক নীল নওয়াজ। সিরিজের নাম 'অবনী সেন এর ৭নং কেস'। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। কলকাতাতেই হয়েছে শ্যুটিং।                                                                                                                         


ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্য়ায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্তকে। গোয়েন্দা গল্প বললেই আমাদের মাথায় আসে রহস্য সমাধানের গল্প। কিন্তু এই গল্প কিছুটা অন্য সুরে বাঁধা।                                                                                                                       


পরিচালক নীল নওয়াজ জানাচ্ছেন, এই গল্প গোয়েন্দা হয়ে রহস্য সমাধানের চেয়ে অনেক বেশি গোয়েন্দা হয়ে ওঠার গল্প। এখানেই এই গল্প অন্যদের থেকে আলাদা করে 'অবনী সেন এর ৭নং কেস'-কে। ৯০-এর দশকের তাবড় গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিঁচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জন-এর তদন্তকে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেন।


আরও পড়ুন: Rupa Ganguly: ধারাবাহিকে প্রত্যাবর্তন রূপা গঙ্গোপাধ্যায়ের, বলবেন 'মেয়েবেলা'-র গল্প


দক্ষিণারঞ্জন এর ছেলে এই অবনী। সবাই বলে, বাবার যোগ্য ছেলে হয়ে উঠতে পারেননি অবনী। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাকুরমার কাছে বাবা দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসত। বাবার নাম ভাঙিয়ে ৬ টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনো কেসেরই সে সমাধান করে উঠতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাকে সবাই গোয়েন্দা বা ডিটেকটিভ নয়, ডিফেক্টিভ নামে বেশি ডাকে। এই সিরিজ এর প্রথম সিজন শুরু হয় এই পরিস্থিতিতেই। এরপর ছবির গল্প কোন দিকে মোড় নেবে সেটার উত্তর থাকবে ওয়েব সিরিজে।                                     


সিরিজটির নির্মাণে লেখক পরিচালক নীল নওয়াজের সঙ্গে ক্রিয়েটর টিমের দায়িত্বে রয়েছেন সহকারী পরিচালক আহেরি মুখোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফার সাগ্নিক। এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজের মুক্তির দিন। ওয়েব সিরিজটি মুক্তি পাবে "শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট" এর ব্যানারে।