মুম্বই: জাঁকিয়ে শীতের মাঝেই জমজমাট বিয়ে ? কিন্তু কাকে বৌমা ডাকলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal ) ! আজ্ঞে হ্যাঁ, এমনটাই খবর। সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবি শেয়ার করে মন খুললেন গায়িকা। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, 'বউমা আমি তোমাকে ভালোবাসি', কাকে বললেন শ্রেয়া ঘোষাল ?


'ভাই তুমি খুশি থেকো, বউ মা আমি তোমাকে ভালোবাসি', কাকে বললেন শ্রেয়া ঘোষাল ?


শ্রেয়া ঘোষাল বলেন, 'এখনও অবধি বিশ্বাস করতে পারছি না, আমার ছোট ভাইয়ের গাঁটছড়া হল ! যখন দুটো সুন্দর হৃদয় একত্রিত হয়, তখন গোটা মহাবিশ্ব পারফেক্ট অনুভব করে। বাতাসে শুধুই ভালবাসা এবং আনন্দ।  বলা যায় এটা, ২ রাজ্যের মধ্যে বিয়ের মধ্যে একটি উপযুক্ত সংষ্কৃতির মেলবন্ধন। আমাদের আমাদের চোখ ভিজল। এরপর শ্রেয়া ঘোষাল বাংলায় বলেন, ভাই তুমি খুশি থেকো। বউমা আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো, পারফেক্ট জুটির জন্য সব সময় ইশ্বরের আর্শীবাদ রয়েছে।'



চলতি বছরে একের পর এক বিয়ে তথা বাগদান


এমনিতেই বাইশের পর থেকে একের পর এক বিয়ে তথা বাগদান হয়ে চলেছে।  গত বছরে রণবীর, আলিয়া থেকে শুরু করে ছোট পর্দার দেবলীনা ভট্টাচার্য। হনসিকা মোতওয়ানি থেকে মৌনী রায়ে প্রায় প্রত্যেক্যেই গাটছড়ায় বাধা পড়েছেন।সম্প্রতি মুকেশ অম্বানির পরিবারে বাজল সানাই। গতবছর রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের রোকা হয়েছিল। ১৯ জানুয়ারি মুম্বইয়ে হয় গুজরাতি মতে বাগদান অম্বানির পরিবারে। এই বিশেষ অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরতে অতিথিদের অনুরোধ করা হয়েছিল। বৃহস্পতিবার অনন্ত ও রাধিকার বাগদান (Anant Radhika Engagement) ঘিরে চাঁদের হাট আম্বানির পরিবারে। কে নেই সেই তালিকায়। শিল্পপতি থেকে শুরু করে মুম্বইয়ের সুপারস্টার। 


আরও পড়ুন, রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, মুক্তির ১ সপ্তাহ আগেই কিং খানের রাজত্ব বক্স অফিসে!


শ্রেয়া ঘোষালের কণ্ঠে নতুন গান


প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'ধর্মযুদ্ধ'-এর  নতুন গান 'তুমি যদি চাও'। শ্রেয়া ঘোষালের কণ্ঠে মন ছোঁয়া সুরে প্রকাশ্যে এই গান। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভিডিও-তে শ্রেয়াকে বলতে শোনা যায়, 'এটা খুবই মিষ্টি একটা গান। ইন্দ্রদীপদা সবসময়েই এরকম দুর্দান্ত সুন্দর সুর নিয়ে আসেন। এই প্রজেক্টের অংশ হতে পেরে, আমি আনন্দিত।'