অমিতাভ বচ্চন প্রশংসিত সেই ছবি এবার অস্কারের মঞ্চে।
৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ছবির ক্যাটাগোরিতে মনোনীত হয়েছে ‘নিউটন’। আজই অমিত মাসুরকর নির্দেশিত এই ছবি মুক্তি পেয়েছে সারা দেশে। ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, রঘুবীর যাদব, অঞ্জলি পাতিল এবং সঞ্জয় মিশ্র।
ছবি মুক্তির দিনই অস্কার মঞ্চে যাওয়ার খবরে কার্যত আনন্দ দ্বিগুন হয়ে গিয়েছে, প্রতিক্রিয়া ছবির পরিচালকের। রাজকুমার রাও যিনি নিজের কেরিয়ারের এক সুবর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁর কাছে এই খবরটি আসলে উপরি পাওনা। এদিকে ছবিটি দর্শকমহল থেকে মুক্তির সঙ্গে সঙ্গে প্রচুর প্রশংসা পাচ্ছে। সবকিছু দেখে পরিচালকের প্রতিক্রিয়া ভাল কাজের স্বীকৃতি ঠিকই মেলে। ছবিটি প্রযোজনা করেছে দৃশ্যম ফিল্মস এবং পরিবেশনার দায়িত্বে রয়েছে এরস ইন্টারন্যাশনাল।
বলিউড থেকে নিউটন-এর আগে অস্কার মঞ্চে শেষ পাঁচে ২০০১ সালে পৌঁছতে পেরেছিল আশুতোষ গোয়াড়েকরের ‘লগান’। তার আগে ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৮) এবং ‘সালাম বম্বে’ (১৯৮৯)।২০১৮ সালের ৪ মার্চ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।