মুম্বই: ২০০০ সালে ১৮ বছরের প্রিয়ঙ্কা চোপড়া যখন বিশ্বসুন্দরী হন, তাঁর হবু স্বামী নিক জোনাসের বয়স তখন ৮। সোশ্যাল মিডিয়ায় নিক-প্রিয়ঙ্কার তখনকার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
নিক বয়সে প্রিয়ঙ্কার থেকে ১১ বছরের ছোট। তিনি এখন ২৫, উল্টোদিকে প্রিয়ঙ্কা পা দিয়েছেন ৩৬-এ। কিন্তু প্রেম তো বয়স দেখে না। তাই এ বছরের শেষেই বিয়ে করছেন নিক-প্রিয়ঙ্কা, পঞ্জাবী রীতিতে তাঁদের আশীর্বাদ অনুষ্ঠান হয়ে গিয়েছে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে এই ছবিটি। কোলাজে দেখা যাচ্ছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়া পিগি চপসকে। আর পাশেই পুঁচকে নিক, বয়স তখন ৮, স্কুলে যাচ্ছেন গুটি গুটি।
নিক অবশ্য বরাবরই নিজের থেকে বয়সে বড় মহিলাদের পছন্দ করেন। তাঁর আগের প্রেমিকারাও বয়সে তাঁর থেকে বড় ছিলেন।