লন্ডন: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ফিনান্স ম্যানেজার জাবির মোতি আটক হয়েছে লন্ডনের হিলটন হোটেলে। পাকিস্তানি নাগরিক জাবির দাউদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। করাচিতে দাউদের পরিবার যে কম্পাউন্ডে থাকে, সেখানে তার নিজস্ব সম্পত্তি রয়েছে। পাকিস্তান, মধ্য প্রাচ্য, ইংল্যান্ড, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দাউদের কাজকর্ম সামলাত সে। এই সব ব্যবসা ও বেআইনি অস্ত্র, ড্রাগ, তোলাবাজি ও রিয়্যাল এস্টেট ব্যবসা থেকে আসা অর্থ দিয়ে ভারত বিরোধী জঙ্গিদের সাহায্য করে ডি কোম্পানি।
১০ বছরের ভিসা নিয়ে ইংল্যান্ডে থাকছিল জাবির। দাউদের পরিবার যাতে ইংল্যান্ডে চলে আসতে পারে, তাও দেখছিল সে। দাউদের স্ত্রী মহেজবিন, মেয়ে মেহরিন ও প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে ও দাউদের জামাই জুনেইদের মধ্যে হওয়া কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তদন্তের পর জাবিরকে আটক করে লন্ডন পুলিশ।
পাক নাগরিক হওয়া সত্ত্বেও কিছুদিন ধরে বার্বাডোজ, অ্যান্টিগা ও ডমিনিকান রিপাবলিকে দ্বৈত নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালাচ্ছিল সে। পাশাপাশি দেখছিল যদি হাঙ্গেরির স্থায়ী নাগরিক হওয়া যায়। পুলিশের ধারণা, ইংল্যান্ডে ডি কোম্পানির কার্যকলাপের পরিষ্কার খবর জাবিরের কাছ থেকে পাওয়া যাবে, পাশাপাশি ডি কোম্পানি কীভাবে ইংল্যান্ড ও ইউরোপের নিরাপত্তার পক্ষে বিপদ হয়ে উঠেছে, তাও জানাবে সে।
লন্ডনে ধরা পড়ল দাউদের টাকাপয়সার দায়িত্বে থাকা জাবির মোতি
ABP Ananda, Web Desk
Updated at:
19 Aug 2018 01:03 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -