মুম্বই: করোনাভাইরাসের কারণে লকডাউনে অন্যান্যদের মতো বাড়িতেই সময় কাটিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর পপ তারকা স্বামী নিক জোনাস।এই সময়টা দুজনে বেশ ইতিবাচক মনোভাব নিয়ে কাটিয়েছেন । ফলে লকডাউনের অবসরটা একেবারেই একঘেঁয়ে হয়নি। এরই ফাঁকে একটি পারিবারিক ব্যবসাও শুরু করেছেন তাঁরা।
সদ্যোজাত ভাইঝি ছোট্ট উইলিয়ার সান্নিধ্য চুটিয়ে উপভোগ করার কথাও জানিয়েছেন নিক। উইলিয়া তাঁর বাবা জো জোনাস ও সোফি টার্নারের কন্যা।
নিক জানিয়েছেন, উইলিয়ার সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালোবেসে ফেলেছেন। তিনি বলেছেন, ওর সঙ্গে দেখা করেছি। ও খুব আদরের।
নিক বলেছেন, আমার খুব ইচ্ছে করছিল, সবাই একসঙ্গে থাকি। কিন্তু তা অনেক পরিবারের ইচ্ছে ও স্বপ্ন ছিল ওই সময়ের। সবাই সুস্থ ও সুখী থাকায় আমি কৃতজ্ঞ। আমরা খুবই সৌভাগ্যবান। কিন্তু এখন জীবন আবার আগের ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছি। আমরা আরও বেশি সময় একসঙ্গে কাটাব আশা করছি।
লকডাউন সম্পর্কে বলতে গিয়ে সঙ্গীত শিল্পী জানিয়েছেন, আমি ওই সময়টা সৃষ্টিশীল থাকতে পেরেছি। গান বা সিনেমা, লেখা -বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সবাই বাড়িতে ছিলাম। আমি আর প্রি-এতটা সময় একসঙ্গে এর আগে বাড়িতে থাকতে পারিনি.. কারণ, গত কয়েক বছরে আমাদের কাজ নিয়ে ব্যস্ততা। কিন্তু শেষপর্যন্ত কিছুদিন তা হল। এতে আমরা অনেক কিছু পরিকল্পনা করেছি। একে অপরের ধারণা আদানপ্রদান করেছি। বাড়িতে এভাবে পারস্পরিক সহায়তার বিষয়টি অসাধারণ ব্যাপার। আমরা একসঙ্গে অনেক কিছু বিষয় নিয়ে কাজ করেছি। সেটা ওই সময় পারিবারিক ব্যবসার মতো ।