নিউইয়র্ক : বিশ্বায়ন শব্দটার সঙ্গে কমবেশি আমরা সকলেই পরিচিত। সেটা আর্থিক বিশ্বায়ন হোক বা এখনকার দিনের সমাজমাধ্যম। গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। কিন্তু, এটা একটু অন্যরকম অনুভবেরই বটে। জামাইষষ্ঠীতে ঘটা করে এ দেশের জামাইদের চিরকাল আদর-আপ্যায়ন করে এসেছেন। বিনিময়ে পেয়েছেন সম্মান, শ্রদ্ধা, ভালবাসা। কিন্তু, ২০২২-এর পৃথিবী যে বড্ড ছোট। এখন আর নেই সম্পর্কের সীমানা। তাই তো এ বলিউডের তারকা দিব্যি স্ত্রী হতে পারেন হলিউড তারকার। হলি-বলি মিলেমিশে একাকার হয়ে যায় প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) - নিক জোনাসের (Nick Jonas) সম্পর্কের বাঁধনে। তাতে থাকে না কোনও সীমানার বেড়াজাল।


মধু চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা নিক জোনাসের-


সদ্য প্রিয়ঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় তাঁর মা মধু চোপড়ার (Madhu Chopra) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। এক ছবিতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তিন প্রজন্ম। দিদা মধু চোপড়া, মা প্রিয়ঙ্কা চোপড়া আর এক্কেবারে ছোট্ট মালতী চোপড়া। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার পোস্ট পড়তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু, এ তো গেল, মায়ের জন্য মেয়ের জন্মদিনের শুভেচ্ছা। পিছিয়ে থাকবেন কেন জামাই! তাই সোশ্যাল মিডিয়ায় নিজের শাশুড়িকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন হলিউড তারকা নিক জোনাসও। 




আরও পড়ুন - Amitabh Bachchan: সিনেমা হলে ঢোকার জন্য এত বড় লাইন! ছবি দেখাচ্ছেন বিগ বি


নিক যে ছবিটি পোস্ট করেছেন, তাতে এক ফ্রেমে রয়েছেন নিক স্বয়ং এবং প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। বেশ মিষ্টি দেখাচ্ছে দুজনকে। নিককে দেখে মনে হচ্ছে, সদ্য বেসবল খেলা শেষ করেছেন তিনি। আর তারপরেই শাশুড়ির সঙ্গে দাঁড়িয়ে পড়েছেন ক্যামেরার সামনে। নিকের মাথায় রয়েছে লাল টুপি আর মধু চোপড়ার মাথায় রয়েছে কালো টুপি। নিকের গায়ে বেসবল খেলার জার্সি। মধু চোপড়া রয়েছেন প্যান্ট শার্টে। ছবিটি পোস্ট করে নিক লিখেছেন, 'শুভ জন্মদিন আমার অতুলনীয় শাশুড়ি।' বলাইবাহুল্য হলিউড তারকার এমন সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।