মুম্বই: কোলে একরত্তি তৈমুর (Taimur), সোশ্য়াল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করলেন করিনা কপূর (Kareena Kapur)। শ্যুটিং করছিলেন অভিনেত্রী আর সেই ফাঁকেই সেটে হাজির তৈমুর। মায়ের সঙ্গে ছোট্ট নবাব ছবি তুললেন বটে, তবে মুখে টুপি চাপা দিয়ে।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করেন করিনা। তাঁর কোলে বসে কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে তৈমুর আলি খান। করিনা লিখছেন, 'সেটে শেষ দিনের অতিথি। ও ওর মেজাজ নিয়ে তৈরি। একটা ছুটি কাটানোর জন্য তৈরি ও। কিন্তু ছবি তুলতে চায় না ও। কোনও ছবি নয় আম্মা। ঠিক ওর বাবার মতো।' এইসঙ্গে করিনা জুড়ে দেন, গরমের ছুটি কাটানোর জন্য তৈরি। আমার টিমটিম।'
১১ অগস্ট আসতে চলেছে করিনার নতুন ছবি 'লাল সিং চড্ডা'। (Laal Singh Chaddha)। আইপিএল-এর মাঝখানে মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। অভিনব ট্রেলার মুক্তি নজর কেড়েছে ইতিমধ্যেই। দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতির জন্য আটকে ছিল 'লাল সিং চড্ডা' ছবির মুক্তি। অবশেষে মুক্তির দিন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
কালিম্পং-এ সুজয় ঘোষের ছবির শ্যুটিং করছেন করিনা। ছোট ছেলে জাহাঙ্গিরকে নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছিল সেই ছবি। আর এবার শ্যুটিং ফ্লোর থেকে বড় ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি। করিনার শেয়ার করা ছবিতে ভালোবাসা আর আশীর্বাদ জানিয়েছেন দিদি করিশ্মা কপূর (Karishma Kapoor)। অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
আরও পড়ুন: Debshankar Haldar: একা বাবাদের লড়াই শুনবেন, শোনাবেন দেবশঙ্কর
আইপিএল-এ গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেয়েছিল 'লাল সিং চড্ডা' ছবির ট্রেলার। চমক দেওয়া বরাবরের পছন্দ আমির খানের। তেমনই চলতি বছর আইপিএল ফাইনালের মাঝেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছিল। এক সাধারণ মানুষের অসাধারণ উত্থানের গল্প নিয়ে আসছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)।
আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও 'লাল সিং চাড্ডা' ছবির ট্রেলার পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আমির খান এবং করিনা কপূর খানকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। এই ছবির এক বিদেশী ছবি ফরেস্ট গাম্পের অফিশিয়াল রিমেক।