কলকাতা: গুরুতর অসুস্থ তারকা প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta Hospitalised)। হাসপাতালে ভর্তি করতে হয় যিশু পত্নীকে (Jissu Sengupta)। কী হয়েছে তাঁর? ডাহাইড্রেশন (Dehydration) থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে খানিক স্বাভাবিক হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যার মূল বক্তব্য 'ব্রোকেন বাট বিউটিফুল' (Broken but beautiful) অর্থাৎ 'ভাঙা কিন্তু সুন্দর'। আপাতত সুস্থতার পথে নীলাঞ্জনা সেনগুপ্ত।
হাসপাতালে ভর্তি নীলাঞ্জনা সেনগুপ্ত
হঠাৎ অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তকে। সূত্রের খবর, শরীরে জলের অভাব ঘটেছে তাঁর। তাই তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রবিবার নিজের অসুস্থতার খবর সমাজমাধ্যমে নিজেই জানান নীলাঞ্জনা। নিজের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তাঁর হাতে চ্যানেল করা, স্যালাইন চলছে। ক্যাপশনে লেখেন, 'ব্রোকেন বাট বিউটিফুল'।
এরপর মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও কোটেশন সহ আরও একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'এই বছরটা নিরলস। একটার পর একটা ক্ষতি। একটার পর একটা বাধা। একটার পর একটা কঠিন লড়াই। তবুও... সর্বজনীন শক্তি আমাকে জীবনের আসল রং দেখিয়েছে। কীভাবে ভাঙা জিনিসও সুন্দর হতে পারে দেখিয়েছে, আমাকে দেখিয়েছে যে আমি ভালবাসায় পূর্ণ এবং সুরক্ষিত। আমার হৃদস্পন্দন এবং আমার শক্তির স্তম্ভ... সারা, জারা এবং চন্দনা। আমি তোমাদের ভালবাসি।' এরপরই তিনি লেখেন, 'যাঁরা যাঁরা ফোন করেছেন, মেসেজ করেছেন, আমি কেমন আছিি খোঁজ নিয়েছেন প্রত্য়েককে ধন্যবাদ। এই মুহূর্তে আমার একটু সময়ের প্রয়োজন।' ততদিন প্রার্থনার কামনা করেছেন তারকা প্রযোজক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।