ঝিলম করঞ্জাই ও হিন্দোল দে, কলকাতা: আজই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর (Nirmala Mishra Last Rites) শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৪ বছরের শিল্পীর। রাতে দেহ রাখা হয় সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। সেখান থেকে সকালে মরদেহ নিয়ে আসা হবে বাড়িতে।
সঙ্গীতজগতে নক্ষত্রপতন
একের পর এক শিল্পীর মৃত্যু। সেই তালিকা যেন দীর্ঘ হয়েই চলেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে 'ঝিনুকের খোঁজে' পরলোকে পাড়ি দিলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra Demise)। গতকাল রাত ১২টা ৫ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেন শিল্পী। শেষকৃত্য সম্পন্ন হবে আজ। শিল্পীর মরদেহ নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসা হবে প্রথমে। এরপর সেখান থেকে 'রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি' ঘুরে মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিবার সূত্রে খবর, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন শিল্পী। এরপর থেকে একের পর এক নানান অসুখে ভুগছিলেন। ১৯৩৮ সালের ২১ অক্টোবর নির্মলা মিশ্রর জন্ম। বাবা মুরারীমোহন মিশ্র ছিলেন মূলত রাগাশ্রয়ী গানের গায়ক। বাবার কাছেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হলেও, প্রথাগত তালিম হয়নি তাঁর। গানের পাশাপাশি ভাল তবলাও বাজাতে পারতেন প্রয়াত নির্মলা মিশ্র।
১৯৬০ সালে পা রাখেন সঙ্গীত জগতে। সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সুরকারের সঙ্গে কাজ করেছেন। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 'স্ত্রী', 'অভিনেত্রী', 'অনুতাপ' ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন অসংখ্য আধুনিক বাংলা গান। 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতাপাখি রে', 'বলো তো আরশি তুমি মুখটি দেখে', 'কাগজের ফুল বলে', 'সবুজ পাহাড় ডাকে' ছাড়াও একাধিক কালজয়ী গান রয়েছে নির্মলা মিশ্রর কণ্ঠে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরেই মৃত্যু হয়েছে আরও তিন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এর কয়েকদিন পরেই ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার এবং সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর। এরপর প্রয়াত হন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও।