কলকাতা: সিনেমায় তিনি 'ফুল'। অল্পবয়সী, মিষ্টি গ্রাম্য এক বধূ। আর বাস্তবে.. তিনি নিতাংশী গোয়েল। বছর ষোলর একটি ঝলমলে কন্যা। আর আজ, তাঁর প্রথম ছবিই নাম লেখাল অস্কারের দৌড়ে। লাপতা লেডিজ (Laapataa Ladies) নিজের মনোনয়ন পাকা করেছে ২০২৫ সালের অস্কারে (Oscars 2025)। আর সেই খবরেই উচ্ছ্বসিত ছবির দুই নায়িকার মধ্যে এক নায়িকা নিতাংশী গোয়েল। পর্দায় যাঁর নাম 'ফুল'। বিয়ের পরেই নিজের অজান্তে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, অচেনা পরিস্থিতিতে পড়ে, একা লড়াই করে বেঁচে থাকা, পরিচিত হয়ে ওঠা কিছু অপরিচিত মানুষের সঙ্গে এবং অবশেষে ঘরে ফেরা। ফুলের জীবনের একটা অধ্যায় যেন ওঠা-পড়ায় মোড়া। আর সেই গল্পকেই পর্দায় তুলে ধরেছিলেন কিরণ রাও (Kiran Rao)। এর আগে আরও একটি ছবি পরিচালনা করেছিলেন কিরণ রাও। লাপতা লেডিজ় তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা। আর সেই সিনেমাই পেল অস্কারের মনোনয়ন।
আজ সোশ্যাল মিডিয়ায় এই খবরে নিজের প্রতিক্রিয়া শেয়ার করে নিয়েছেন নিতাংশী। তিনি লিখেছেন, 'কিরণ ম্যাম.. আপনি তো অনেক স্বপ্ন পূরণ করে দিলেন। আমি এখনও ভাবছি এটা কি আদৌ সত্যি?' সোশ্যাল মিডিয়ায় এই খবরের বিভিন্ন স্ক্রিনশটও শেয়ার করে নিয়েছেন নিতাংশী। ষোড়শীর এই তো প্রথম সিনেমা। আর প্রথম সেই সিনেমাই গিয়েছে অস্কারের দৌড়ে। আর সেই খুশিতেই আনন্দে হাসছেন, ভাসছেন নিতাংশী। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত হয়ে সেই খবরই ভাগ করে নিয়েছে নিতাংশী।
এই ছবিটির অস্কারে যাওয়া নিয়ে আমির খান আজ বলেছেন, 'আমরা এই খবরে ভীষণ খুশি। কিরণ আর ওর গোটা টিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশন কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাব এই ছবিটিকে মনোনীত করার জন্য। সাধারণ মানুষ, সংবাদমাধ্যম, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে সবাইকে আমার ভালবাসা যাঁরা 'লাপতা লেডিজ'-কে সমর্থন করেছেন। জিও আর নেটফ্লিক্স আমাদের পার্টনার হয়েছিলেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। তাঁদের মাধ্যমেই সাধারণের কাছে পৌঁছতে পেরেছে এই ছবি। আমি ভীষণ খুশি যে, যে কঠিন পরিশ্রম করে ওরা এই ছবিটা তৈরি করেছে, তার যোগ্য সম্মান পেয়েছে ওরা সবাই। আশা করি আকাডেমির সবার মনে ধরবে এই ছবি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।