কলকাতা: নিজের স্টুডিও থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল আর্ট ডিরেক্টরের। গতকাল অর্থাৎ ২ অগাস্ট মনখারাপের খবর শুনেছিল বিনোদন দুনিয়া। প্রয়াত হয়েছেন আর্ট ডিরেক্টর নীতিন দেশাই (Nitin Deshai)। 


আজ মুম্বইয়ের স্যার জে জে হাসপাতালে (Sir J J Hospital)-এ শিল্প নির্দেশকের মরদেহের অটোপ্সি করা হয়। তার ফলাফল হিসেবে প্রকাশ্যে এসেছে, অন্য কোনও কারণ নয়, গলায় দড়ি দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিল্পীর। প্রসঙ্গত, মুম্বইয়ের অদূরে, তাঁর নিজস্ব স্টুডিও থেকে ভোরবেলা যখন নীতিন দেশাইয়ের দেহ দেখেন স্টুডিওর অন্যান্য কর্মীরা, তখন তা ঝুলন্ত অবস্থাতেই ছিল। শিল্পীর মৃত্যু নিয়ে এখনও তদন্ত চলবে।


সূত্রের খবর, নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই এখনও পর্যন্ত সন্দেহ করছে পুলিশ আর তার অন্যতম কারণ হল তাঁরই গলায় রেকর্ড করা একটি ভয়েজ নোট! শোনা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ একটি ভয়েজ নোট রেকর্ড করেছিলেন আর্ট ডিরেক্টর। আর সেখানেই তিনি জানিয়েছিলেন তাঁর আর্থিক সমস্যার কথা। এমনকি কিছু মানুষের নামও উল্লেখ করেছিলেন তিনি যাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে। 


নীতিন দেশাইয়ের সংস্থা 'এনডিস আর্ট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড' ২০১৬ ও ২০১৮ সালে, দুই কিস্তিতে 'ইসিএল ফিনান্স' নামক সংস্থা থেকে ১৮৫ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ২০২০ সালের জানুয়ারি থেকে সেই টাকা শোধ দিতে হিমশিম খেতে শুরু করে। তাঁর সংস্থা 'এনডিস আর্ট ওয়ার্ল্ড' বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের প্রতিলিপি সংগঠিত, রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং হোটেল, থিম রেস্তোরাঁ, শপিং মল এবং বিনোদন কেন্দ্রগুলির সঙ্গে সম্পর্কিত সুবিধা এবং পরিষেবা প্রদানের ব্যবসায় নিযুক্ত রয়েছে। ২৫ জুলাই, 'ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল'-এর মুম্বই শাখা কর্পোরেট দেউলিয়া রেজোলিউশন প্রক্রিয়া শুরু করার জন্য 'এডেলওয়েস অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি'র দায়ের করা একটি পিটিশন গ্রহণ করে। 


উভয় পক্ষের শুনানির পর NCLT-এর সদস্য (বিচারক) এইচ ভি সুব্বা রাও এবং সদস্য (প্রযুক্তিগত) অনু জগমোহন সিংহ কর্তৃক গৃহীত আদেশ অনুসারে, জিতেন্দ্র কোঠারিকে অন্তর্বর্তীকালীন রেজোলিউশন পেশাদার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। 'এনডিস আর্ট ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা প্রক্রিয়া চলাকালীন কোঠারির হাতে থাকবে, নির্দেশে বলা হয়। সাধারণত, তাঁদের নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় যে যেন সমস্ত ঋণদাতারা সিকিউরিটিজ বিক্রি করে আদায়কৃত পরিমাণ অনুযায়ী তাদের বকেয়া পান এবং প্রতিদিনের ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলির যত্ন নেওয়া হয়।


আরও পড়ুন: Film certificate Meaning: U, UA, A, কিসের ভিত্তিতে সিনেমাকে এই সার্টিফিকেটগুলি দেয় সেন্সর বোর্ড? রয়েছে আরও কী কী নিয়মবিধি?