কলকাতা: জীবনের নতুন অধ্যায়। বাবা হলেন অভিনেতা নাইজেল আকারা (Nizel Akkara)। দাম্পত্যের ৮ বছর পরে, বাবা হলেন নাইজেল। বুধবার, একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়, নাইজেল আর মৌমিতার সন্তান। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মধুমিতা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সদ্যজাতের ছবি। তবে তিনি সদ্যজাতের মুখ প্রকাশ্যে আনেননি। কেবল তার একটি হাতের ছবি শেয়ার করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই সবাই শুভেচ্ছা জানিয়েছেন নাইজেল ও মৌমিতাকে। ৮ বছরের দাম্পত্যের পরে, নতুন ভূমিকায় নাইজেল ও মৌমিতা। 

এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla)-কে নাইজেল জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। তবে এখনও কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনেননি তাঁরা। আপাতত অভিনয় থেকে একটু দূরেই রয়েছেন নাইজেল। এখন পরিবারের সঙ্গে সময় দিতে চান তিনি। সেই কারণেই আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেতা। নাইজেল অভিনয়ের পাশাপাশি, একাধিক সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেই জড়িত। বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়েও কাজ করেছেন নাইজেল। 

থিয়েটার থেরাপি বদলে দিয়েছে নাইজেলের জীবন। একটা সময় নাইজেল পাননি এত ভালবাসা, এত মানুষের পরিচিতি। একটা সময়ে, তিনি ছিলেন সংশোধনাগারের কয়েদি। নিজের সেই অন্ধকার অতীতের কথা কখনও লুকোননি নাইজেল। সবসময়েই খোলাখুলি কথা বলেছেন তিনি এ নিয়ে। জেলের কারাগারের অন্ধকার থেকেই অবশ্য শুরু হয়েছিল তাঁর নতুন জীবন। মঞ্চাভিনয়ের মাধ্যমেই তাঁর অভিনয়ে আসা। এরপরে সিনেমায় সুযোগ। টলিউড ও আপন করে নিয়েছিল নাইজেলকে। একাধিক সিনেমায় কাজ করেছেন নাইজেল। দর্শকদের অগাধ ভালবাসা পেয়েছেন। করুণা নয়, নিজের অভিনয়ের জোরেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের। 

একটা সময়ে, পরিবারকে লজ্জিত হতে হয়েছিল নাইজেলের জন্যই। নাইজেলের মা বলেছিলেন, 'তুই আর কলকাতায় থাকিস না।' কিন্তু জেদ ছিল নাইজেলের। ছোটবেলা থেকেই উজ্জ্বল ছাত্র ছিলেন নাইজেল। কিন্তু ভাগ্যের ফেরে আর খারাপ সঙ্গে তাঁর ঠিকানা হয়েছিল সংশোধনাগার। নাইজেল ঠিক করেছিলেন, যে কলকাতায় তাঁর মা সম্মান হারিয়েছে, সেই কলকাতাতেই তিনি মাকে ফিরিয়ে দেবেন সম্মান। ব্যর্থ হননি। নাইজেল তাঁর কাজের মাধ্যমে পরিবারকে ফিরিয়ে দিয়েছেন সম্মান। স্ত্রী মৌমিতার সঙ্গে শুরু করেছেন নতুন জীবন। করোনাকালেও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন নাইজেল। আর এবার তাঁর জীবনে নতুন অধ্যায়। সেই অধ্যায়কেই উপভোগ করতে চান নাইজেল।