কলকাতা: মঞ্চের অনুষ্ঠান বন্ধ, ছবির কাজ বন্ধ... লকডাউনে যেন থমকে রয়েছে সঙ্গীত জগত। তবে নেটদুনিয়ায় অনায়াসেই অনুরাগীদের মন ছুঁয়ে ফেলছেন শিল্পীরা। গানের জগতে এও যেন এক নিউ নর্মাল। ঘরে বসেই গান লিখছেন, সুর দিচ্ছেন, লাইভ কনসার্ট করছেন শিল্পীরা। আর লকডাউনে একের পর এক নতুন গান উপহার দিয়েছেন অনুপম রায়। তবে এবার আর নিজের লেখা বা সুর নয়, ছক ভেঙে অনুপম বেছে নিলেন রবীন্দ্রসঙ্গীত।


শুক্রবার মুক্তি পেল অনুপম রায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, 'বনে যদি ফুটল কুসুম'। লকডাউনের সময় বাড়িতেই শ্যুটিং, বাড়িতেই রেকর্ডিং। কিন্তু নিজের গান ছেড়ে, ছক ভেঙে রবীন্দ্রসঙ্গীতকে কেন বাছলেন শিল্পী? অনুপম বলছেন, 'আমার গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে। সত্যিই ওই গানটা গাইতে বেশ সাহস সঞ্চার করতে হয়েছিল। আর প্রথমবার বলেই বোধহয় ওই গানটা বেছেছিলাম। কিন্তু গানটা রেকর্ড করার পর সবার প্রশংসা পাই। সেই সাহস নিয়েই বনে যদি ফুটল কুসুম গানটা রেকর্ড করে ফেললাম।' 


পরিস্থিতির কথা মাথায় রেখেই কি এমন মন খারাপ করা গান বেছে নিলেন? অনুপম বললেন, 'বনে যদি ফুটল কুসুম গানটা আমার ভীষণ প্রিয়। যখনই পড়েছি, মনে হয়েছে এটা বিরহের গান, মন খারাপের গান। কাউকে হারিয়ে ফেলার ব্যথা রয়েছে গানটায়। কিন্তু যত রেকর্ডিং শুনেছি, নিজের অনুভূতির সঙ্গে মেলাতে পারিনি। আমি চেয়েছিলাম এই গানটার মধ্যে দিয়ে বিরহ, কষ্ট এগুলো ফুটে উঠুক। অতএব নিজেই গেয়ে ফেললাম।'


করোনা পরিস্থিতির কারণেই বন্ধ রয়েছে অনেকগুলো ছবির কাজ। আপাতত সেগুলোর জন্যই অধীর আগ্রহে রয়েছে অনুপম। বললেন, 'করোনার জন্য অনেকগুলো ছবির কাজ আটকে রয়েছে। বাংলা ওটিটি প্ল্যাটফর্মে প্লে ব্যাকের খুব একটা সুযোগ নেই। মঞ্চে অনুষ্ঠান বন্ধ, এক বছরের ওপর। খুব মনে হচ্ছে, মঞ্চটা ফিরে এলে ভালো হয়। আপাতত নতুন ছবির কাজগুলোই করব।'



আপনার লেখা নতুন গান? হাসতে হাসতে অনুপম বললেন, 'শোনালাম যে কয়েকদিন আগেই.. মানুষ ভালো নেই..'