মুম্বই: রণবীর কপূরের সঙ্গে ডেট শুরু করার পর ক্যাটরিনার সঙ্গে আলিয়া ভট্টর সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে। বলিউডের দুই নায়িকার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নাকি ভালোভাবে মেনে নিতে পারেননি ক্যাটরিনা। এমনই জল্পনা ছড়িয়েছে টিনসেল টাউনে। বলা হচ্ছে, ক্যাটরিনা নাকি ইনস্টাগ্রামে আলিয়ার ছবি লাইক করাও বন্ধ করে দিয়েছেন। এ ধরনের জল্পনায় অবশেষে জল ঢাললেন আলিয়া। বললেন, এ সব পুরোটাই রটনা। টাইগার জিন্দা হ্যায় অভিনেত্রী এখনও তাঁর খুবই প্রিয়পাত্রী। ক্যাটরিনার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়ার গুজব সপাটে খারিজ করে আলিয়া বলেছেন, ক্যাটারিনাকে আমার সব সময়ই খুব ভালো লাগে। আমার বিশ্বাস, ক্যাটরিনারও একই অনুভূতি। কেন যে লোকে এসব কথা বলে, বুঝতে পারি না। ইনস্টাগ্রামে তাঁর ছবি লাইক করা ক্যাটরিনা বন্ধ করে দিয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে আলিয়া বলেছেন, এবার তো ওকে আমাকে মেসেজ পাঠিয়ে ছবি লাইক করতে বলতে হবে দেখছি। বন্ধুত্বের এটাই যদি মাপকাঠি হয়, তাহলে আমাদের প্রত্যেকের ছবি লাইক করা শুরু করতে হয়। হতে পারে—আমার ছবিগুলি ভালো নয়, সেটা সম্ভব। তবে আমাদের সম্পর্কে কোনও টানাপোড়েন নেই। আমরা একে অপরের ভালো বন্ধু।