মুম্বই: পদ্মাবতী বিতর্কে কে ভুল কে ঠিক সেই প্রসঙ্গে ঢুকতে চান না তিনি। তবে ছবি নিয়ে বিতর্ক তৈরি হলে তাতে লোকসান ছাড়া আর কিছু হয় না। বললেন সলমন খান।

পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয় করেছেন সলমন। এক সংবাদপত্র আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, কারও ভাবাবেগে আঘাত করা ঠিক নয়। ঠিক একইভাবে বেঠিক ছবি না দেখেই মন্তব্য করা। ছবি বিতর্কের জেরে পিছিয়ে গেলে মানুষ ভয় পেয়ে যান, ঝঞ্ঝাট এড়াতে সিনেমা হলে যান না। হল মালিকরাও ভয় পান, ওই ছবি দেখালে হলের বাইকে বিক্ষোভ না হয়।

সলমনের কথায়, পদ্মাবতী বিতর্কে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। কী ঠিক কী বেঠিক কেউ জানে না। সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্টেরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেন্সর বোর্ড সরকারি সংস্থা, তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব।