হায়দরাবাদ: বলিউডে কেউ ১৫ বছরের বেশি টেকেন না, কিন্তু আমি টিকে গেছি মন্তব্য বিপাশা বসুর। সম্প্রতি হায়দরাবাদে এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন বিপাশা।
টিনসেল টাউনে কোনও খুঁটি ছাড়া নিজের জায়গা তৈরি করেছেন বিপস, এবং এখনও তাঁর উপস্থিতি মোটামুটি ঝকঝকে রুপোলি পর্দায়। তবে হায়দরাবাদে তিনি কোনও ছবির কাজে নয়, গিয়েছেন সম্পূর্ণ অন্য একটি কাজ নিয়ে। টিচ ফর চেঞ্জ নামের একটি প্রকল্পের প্রচারে হায়দরাবাদ গিয়েছেন বিপস।
সামনের মাসেই বিবাহিত জীবনের একবছর পূর্ণ করবেন বিপাশা। এপ্রসঙ্গে অভিনেত্রীর মত, কীভাবে এই সময়টা কেটে গেল তিনি বুঝতেই পারেননি। তবে মাঝেমধ্যে বিভিন্ন বিষয় তাঁদের নাম জড়িয়ে, তাঁদের বদনাম করার চেষ্টা হয়েছে। সম্প্রতিই এক ফ্যাশন শোয়ের উদ্যোক্তরা তাঁকে অপেশাদার বলে হেনস্থা করেছিলেন। এপ্রসঙ্গে বিপাশার মত, তারকা জীবনের অংশই হল বিভিন্ন ধরনের গুজবে জড়িয়ে যাওয়া, সেসবে তিনি কর্ণপাতও করেন না। পেশাদার না হলে, এই ইন্ডাস্ট্রিতে কারও পক্ষে এত দীর্ঘসময় টিকে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিপাশা।
তবে এইমুহূর্তে তিনি কোনও ছবির শ্যুটিং না করলেও, বেশি কিছু চিত্রনাট্য পড়ছেন। পছন্দশয়ী হলে নিশ্চয়ই কাজ শুরু করবেন।
বলিউডে কেউ ১৫ বছরের বেশি থাকে না, আমিতো টিকে গেছি:বিপাশা বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 12:33 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -