কলকাতা: সদ্য তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। বলা হয়েছিল, 'বাঞ্জি জাম্পিং' করতে গিয়ে নাকি খাদে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই খবর ছড়িয়ে পড়তেই তাঁর টিম থেকে জানানো হয়, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। একেবারে সুস্থ রয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi)। আর আজ এই অভিনেত্রীর জন্মদিন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, বারে বারেই চর্চায় উঠে এসেছে তাঁর নাম। কখনও কখনও তিনি শিকার হয়েছেন ভুয়ো খবরের। কখনও আবার সত্যিই জড়িয়েছেন বিতর্কে। জন্মদিনে জেনে নেওয়া যাক, কী কী বিতর্কে জড়িয়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। 

  • নোরা ফতেহি একবার নারীবাদ নিয়ে খুবই একপেশে একটি মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। যে সমস্ত মেয়েরা নারীবাদে বিশ্বাসী, তিনি তাঁদের বিরুদ্ধে কথা বলেছিলেন। নোরার মত ছিল, নারীবাদ সমাজের ওপর কুপ্রভাব ফেলছে। যে সমস্ত মেয়েরা বিয়ে না করে বা সন্তানের জন্ম না দিয়ে থাকতে চেয়েছেন ব্যক্তিগত জীবনে, তাঁদের বিরুদ্ধাচারণ করেছিলেন নোরা। এই কারণে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে চূড়ান্ত কটাক্ষের শিকার হন নোরা। 
  • নোরা একটি অনুষ্ঠানে একটি নীল ভেলভেটের গাউন পরেছিলেন। কিন্তু সেই গাউনের টেল এতটাই লম্বা ছিল যে ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বলা হয়, নোরা রাস্তা ঝাঁট দেওয়ার জন্যই এই গাউনটি পরেছেন। 
  • সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক তছরূপে নাম জড়িয়ে গিয়েছিল নোরা ফতেহির। সেই মামলায় ইডি নোরাকে ডেকে জিজ্ঞাসাবাদও করে। যদিও এই মামলার সঙ্গে যুক্ত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন নোরা। পাল্টা নোরা সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্ডেজের নামে তাঁকে হেনস্থা করার জন্য় মানহানির মামলা ও দায়ের করেছিলেন।
  • বিগ বস ৯-এ অংশ নিয়েছিলেন নোরা ফতেহি। সেই সময়ে প্রিন্স নারুলার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। বিগ বসের ক্যামেরায় তাঁদের ঘনিষ্ঠ হতেও দেখা গিয়েছিল। তবে পরে নোরা ও প্রিন্স নারুলা দুজনেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। 
  • লুইস টেরিন্সের সঙ্গে একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন নোরা। সেই শো-এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে টেরিন্স নোরাকে আপত্তিকরভাবে ছুঁয়েছিলেন। পরে তাঁরা দুজনেই সেই ভিডিওর কথা অস্বীকার করেন ও বলেন ভিডিও মর্ফ করে বানানো হয়েছিল।
  • 'ফিল্ম ইন্ডাস্টিতে সম্পর্ক ও বিয়েকে ব্যবহার করা হয় উত্তরণের সিঁড়ি হিসেবে', এমন উক্তি করার পরেও বিতর্কে জড়িয়েছিলেন নোরা। 
  • আইটেম গানের আপত্তিকরভাবে নাচ করার জন্য কটাক্ষের শিকার হতে হয় নোরা ফতেহিকে।

আরও পড়ুন: Saif Ali Khan: 'শরিফুলই সেই ব্যক্তি..', সেফের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে চিনিয়ে দিলেন বাড়ির কর্মীরা