নয়াদিল্লি: আজ প্রকাশ্যে এসেছে 'পাঠান' ছবির ট্রেলার (Pathaan Trailer Out)। তবে এই ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। আর সম্প্রতি জানা গেছে, সিবিএফসি (CBFC) এই ছবির বিশেষ কিছু দৃশ্য ও 'বেশরম রং' (Besharam Rang) গানের দৃশ্যে কাঁচি চালাতে বলেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন গীতিকার ও লেখক জাভেদ আখতর (Javed Akhtar)। তিনি বলেন, 'ছবি নির্মাতাদের ফিল্ম সার্টিফিকেশন সংস্থার ওপর "বিশ্বাস" থাকা দরকার যা চূড়ান্ত কাটে কী থাকবে এবং কী থাকবে না তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।'


'পাঠান' প্রসঙ্গে জাভেদ আখতারের মন্তব্য


মঙ্গলবার প্রকাশ্যে এসেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। এর ঠিক এক দিন আগেই সেই প্রসঙ্গে মন্তব্য করলেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে 'কেন্দ্রীয় সরকারের অধীনের একটি ডিপার্টমেন্ট'-এর সঙ্গে তুলনা করে ৭৭ বছর বয়সী গীতিকার সোমবার বলেন, 'আমি বা আপনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নই যে কোনও গান সঠিক না ভুল। আমাদের তো এজেন্সি আছে।'


'সরকারের লোকজন এবং সমাজের একটি অংশ ছবি দেখে এবং সিদ্ধান্ত নেয় কী পাস করা হবে এবং কী পাস করা হবে না। আমার মনে হয় সার্টিফিকেশনের ওপর, তাদের কাটগুলোর ওপর ও তারা যেগুলো পাস করান তার ওপর আস্থা রাখতে হবে।'


সূত্রের খবর অনুযায়ী, সিবিএফসি-র তরফে ছবির প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-কে 'বেশরম রং' গানে কিছু বদল করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি 'র', প্রধানমন্ত্রীর অফিসের সমস্ত উল্লেখ মুছে ফেলতে বলা হয়েছে। ছবি মুক্তির তারিখ ২৫ জানুয়ারি।


আরও পড়ুন: Happy Birthday Hrithik Roshan: ৪৯-এ পা হৃত্বিকের, বিশেষ শুভেচ্ছাবার্তা সাবা আজাদ ও সুজান খানের


ছবির প্রথম গান 'বেশরম রং'-এ প্রধান নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি থেকেই বিতর্কের সূত্রপাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ ওঠে যে এই গানের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলও বের হয়। আহমেদাবাদে গত সপ্তাহে 'পাঠান'-এর পোস্টার ছেঁড়া হয়। একাধিক জায়গায় এই ছবির স্ক্রিনিংও বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে।


আজ মুক্তি পেয়েছে আদ্যন্ত অ্যাকশনে মোড়া ‘পাঠান’ ছবির ট্রেলার। দেশের মাটি রক্ষা করতে ‘বনবাস’ ছেড়ে হাজির হচ্ছেন পাঠান। সঙ্গী দীপিকা পাড়ুকোন। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।