এই বিরল প্রজাতির ঘোড়া কেনার জন্যে দু কোটি দিতে চেয়েও প্রত্যাখাত হলেন সলমন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2018 03:27 PM (IST)
নয়াদিল্লি: বলিউডের ভাইজান বলে কথা। তিনি প্রস্তাব দিলে কাউকে, কেউ সেটা সাধারণত ফেরাতে পারেন না। তবে সম্প্রতি এক বিরল প্রজাতির ঘোড়ার মালিক অবলীলায় সেই কাজটি করে ফেলেছেন। সলমন খান ওই বিরল প্রজাতির ঘোড়ার জন্যে দু কোটি পর্যন্ত দাম দিতে চেয়েছিলেন। কিন্তু তাতেও রাজি হননি ঘোড়ার গর্বিত মালিক সুরাতের সিরাজখান পাঠান। তবে সলমনই প্রথম ক্রেতা নন যাঁকে ফিরিয়ে দিলেন সিরাজখান। এর আগে পঞ্জাবের বাদল পরিবারও ছ বছরের সাকাবকে কেনার জন্যে ১.১১ কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখনও রাজি হননি পাঠান। তারপর একাধিক ক্রেতা এসে এই গর্বিত ঘোড়ার মালিকের দরজায় ঠকঠক করেছেন, কিন্তু লাভ হয়নি কিছুই। এই বিরল প্রজাতির ঘোড়াকে রাজস্থানের পালোতারার এক মেলা থেকে কিনেছিলেন বর্তমান মালিক ১৪.৫ লক্ষ টাকার বিনিময়। এই প্রজাতির ঘোড়া একমাত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়। ৪৩ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে এই ঘোড়া। যদিও ঘোড়াটিকে অনেকেই দুর্ভাগ্যের প্রতীক বলেছিল। কারণ, ঘোড়াটির একটি চোখ সাদা এবং অপরটি কালো। তবে এখনও পর্যন্ত এই ঘোড়া যেকটা রেসে যোগ দিয়েছে, তারমধ্যে ১৯টি জিতেছে। প্রতিদিনই নিজের সাহসী ফটোশ্যুটের ছবি দিয়ে ওয়েব দুনিয়ায় ঝড় তুলছেন মুমতাজ কন্যা