কলকাতা: ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি'(Rocky Aur Rani Ki Prem Kahani)। বক্সঅফিসেও তুমুল সাফল্য় লাভ করেছিল আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh) জুটির এই প্রেমকাহিনি। যদিও আলাদা করে লাইমলাইম নিজেদের দিকে কেড়ে নিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। তাই তাঁদের নিয়ে ভক্তমহলে চর্চা কম হয়নি। ধর্মেন্দ্র ও শাবানা আজমির (Shabana Azmi) চুম্বনদৃশ্য় রীতিমত হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে জানা যাচ্ছে, শাবানা আজমি পরিচালক কর্ণ জোহরের প্রথম পছন্দ ছিলেন না। সম্প্রতি 'কফি উইফ করন' শোয়ে এসেছিলেন শর্মিলা ঠাকুর ও সইফ আলি খান। আর সেখানেই একথা খোলসা করেন কর্ণ। শর্মিলা ঠাকুরই এই চরিত্রের জন্য তাঁর প্রথম পছন্দ ছিল বলেন জানান কর্ণ। কিন্তু স্বাস্থ্য়ের কারণে এই অফার প্রত্য়াখ্য়ান করেছিলেন 'কাশ্মীর কি কলি' অভিনেত্রী। ফলে সেই অফার যায় শাবানা আজমির কাছে।
কর্ণ জোহর বলেন,'আপনাকে না পেয়ে আমি খুবই দুঃখিত। আমি শর্মিলাজীকেই শাবানাজীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলাম। তিনিই ছিলেন আমার প্রথম পছন্দ। তবে সে সময় স্বাস্থ্যের কারণে, তিনি হ্যাঁ বলতে পারেননি। তাই তাঁর সঙ্গে কাজ করতে না পারার আফসোস আমার এখনও আছে।'
আরও পড়ুন...
জন আব্রাহাম থেকে ববি দেওল, চেনা 'হিরো' ইমেজ ভেঙে এই বছরের সেরা খলনায়ক কারা?
এপ্রসঙ্গে শর্মিলা ঠাকুর যোগ বলেন, 'সেইসময় দেশে কোভিডের বাড়বাড়ন্ত ছিল, আমার ক্য়ান্সার হওয়ার কারণে আমি করোনার টিকা নিইনি। ফলে পরিবারের কেউ চায়নি আমি এইসময় শ্যুটিং করার ঝুঁকি নিই।'
উল্লেখ্য়, কর্ণ জোহর এই ছবির ঘোষণা করেছিলেন ২০২১ সালে। ২০২২ সালে প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এই ছবির কাজ। অবশেষে, ২০২৩ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় এই ছবি। বক্সঅফিসে তুমুল সাফল্য় লাভ করে এই ছবি। 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র আয় ছিল ৩৭৫.৫ কোটি টাকা।
রণবীর সিংহ, আলিয়া ভট্ট, শাবানা আজমি, ধর্মেন্দ্র ,জয়া বচ্চনের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্য়ায় আমির বশির, অঞ্জলি আনন্দর মত অভিনেতারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।