ট্রেন্ডিং

২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা! ‘Hera Pheri 3’ নিয়ে টানাপোড়েন, পরেশ রাওয়ালকে কোর্টে নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার?

অল্প বয়সে বাবা-কাকাকে হারিয়েছি, মা সাপোর্ট করেছিলেন বলেই ইন্ডাস্টিতে টিকে আছি

এবার করোনার থাবা বলিউডে! আক্রান্ত হয়েই সবাইকে সতর্ক করলেন এই অভিনেত্রী

কান-এর লাল গালিচায় ছেঁড়া গাউন! ফের ট্রোলের শিকার উর্বশী রাউতেলা

কোথায় সেই এক মাথা কোঁকড়া চুল! রাজ-কন্যা ইয়ালিনিকে দেখে অবাক নেটদুনিয়া
কোটি কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তাপসী! রয়েছে কী কী সুবিধা?
পাকিস্তানে মুক্তি পাবে না সলমন প্রযোজিত ‘নোটবুক’, বাদ আতিফ আসলামের গান
Continues below advertisement

মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার জের, পাকিস্তানে মুক্তি পাবে না সলমন খান প্রযোজিত ‘নোটবুক’ ও শাহিদ খান অভিনীত ‘কবীর সিংহ’। আজ এমনই জানালেন চলচ্চিত্র প্রযোজক মুরাদ খেতানি। ‘নোটবুক’-এর প্রচারমূলক অনুষ্ঠানের ফাঁকে তিনি জানিয়েছেন, ‘আমরা পাকিস্তানে এই ছবি (নোটবুক) মুক্তির ব্যবস্থা করছি না। আমাদের আগামী ছবি কবীর সিংহ ও স্যাটেলাইট শঙ্করও পাকিস্তানে মুক্তি পাবে না।’
পাকিস্তানে মুক্তি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ছবি থেকে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গাওয়া গান বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন ‘নোটবুক’-এর নির্মাতারা। এ বিষয়ে এই ছবির পরিচালক নীতিন কক্কর জানিয়েছেন, ‘ছবিতে আতিফের একটাই গান ছিল। সেটা আবার নতুন গায়ককে দিয়ে গাওয়াতে হবে। আমরা সবাই ভারতীয়। যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। দেশ সবার আগে।’
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে