মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার জের, পাকিস্তানে মুক্তি পাবে না সলমন খান প্রযোজিত ‘নোটবুক’ ও শাহিদ খান অভিনীত ‘কবীর সিংহ’। আজ এমনই জানালেন চলচ্চিত্র প্রযোজক মুরাদ খেতানি। ‘নোটবুক’-এর প্রচারমূলক অনুষ্ঠানের ফাঁকে তিনি জানিয়েছেন, ‘আমরা পাকিস্তানে এই ছবি (নোটবুক) মুক্তির ব্যবস্থা করছি না। আমাদের আগামী ছবি কবীর সিংহ ও স্যাটেলাইট শঙ্করও পাকিস্তানে মুক্তি পাবে না।’
পাকিস্তানে মুক্তি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ছবি থেকে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গাওয়া গান বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন ‘নোটবুক’-এর নির্মাতারা। এ বিষয়ে এই ছবির পরিচালক নীতিন কক্কর জানিয়েছেন, ‘ছবিতে আতিফের একটাই গান ছিল। সেটা আবার নতুন গায়ককে দিয়ে গাওয়াতে হবে। আমরা সবাই ভারতীয়। যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। দেশ সবার আগে।’
পাকিস্তানে মুক্তি পাবে না সলমন প্রযোজিত ‘নোটবুক’, বাদ আতিফ আসলামের গান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2019 08:11 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -