মুম্বই: বিশ্বাস হবে না হয়তো। আজকের মোটাসোটা মধ্যবয়সি বনি কপূরকে দেখে বিশ্বাস করার কথাও নয়। কিন্তু এক সময় এই বনিই হ্যান্ডসাম হাঙ্ক ছিলেন। লমহে-তে শ্রীদেবীর সঙ্গে অভিনয়ের অফারও পেয়েছিলেন তিনি।
অফারটা কে করেছিলেন জানেন? খোদ যশ চোপড়া!
না, অনিল কপূরের চরিত্রের জন্য যশ বনির কথা ভাবেননি। মডেল দীপক মালহোত্রা শ্রীদেবীর প্রেমিকের যে চরিত্রটি করেন, তার জন্য তাঁর পছন্দ ছিল বনিকে।
যাই হোক, বনির শেষ পর্যন্ত আর অভিনয়ে আসা হয়ে ওঠেনি।
তাতে অবশ্য অসুবিধে হয়নি কিছু, সেদিনের স্বপ্নসুন্দরী শ্রীদেবী এখন তাঁর ঘরণী হয়েছেন।
বীর-জারা ছবিটি নিয়েও নাকি অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিলেন যশ চোপড়া। চেয়েছিলেন অমিতাভ বচ্চন ও শ্রীদেবীকে মুখ্য ভূমিকায় নিয়ে ছবিটি তৈরি করতে। কিন্তু শেষমেষ শিকে ছেঁড়ে শাহরুখ খান আর প্রীতি জিন্টার ভাগ্যে!
নিশ্চয় জানতেন না? লমহে-তে শ্রীদেবীর বিপরীতে অভিনয়ে অফার আসে বনি কপূরের কাছে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2017 08:52 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -