কলকাতা: শহর কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। রবিবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। দাউদাউ আগুনের গ্রাসে ইতিমধ্যেই চলে গিয়েছে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশ।
টালিগঞ্জের স্টুডিওপাড়ায় আগুন
আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাঁরাই খবর দেন দমকলে ও স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। এরপর দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
যেহেতু স্টুডিওর একাংশে আগুন লেগেছে তা কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা যেমন দমকলের কাছে একটা চ্যালেঞ্জ, একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। যেহেতু স্টুডিও ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত রয়েছে, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়াতে হতে পারে দমকল সূত্রে খবর। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ধোঁয়ায় তিনজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের দাবি।
প্রসঙ্গত, দিন তিনেক আগে আনন্দপুরের মুন্ডা পাড়ায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ি। রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। 'রাস্তা খারাপ, তাই আসতে পারব না', এমনই বলেছে দমকল, অভিযোগ তোলে এলাকাবাসী। তার আগেরদিনই পূর্ব বর্ধমানের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। গ্যাসের ওভেন, গ্যাস বার্নার সারাইয়ের দোকানে আগুন লেগেছিল। স্থানীয়দের একাংশ দাবি করেন, এক মহিলা একটি ছোট সিলিন্ডার নিয়ে ওই দোকানে যান। কোনও কাজের জন্য। তারপরেই হঠাৎ দেখা যায় সেই দোকানে আগুন লেগে গিয়েছে। স্থানীয়দের দাবি, তারপরেই একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসে। মজুত থাকা সিলিন্ডার ফেটে এমন আওয়াজ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বর্ধমান শহরের বড়নীলপুরে একটি ক্লাবের নীচে রয়েছে ওই দোকান। নীচের ঘরের জানলার ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনে বলে অভিযোগ। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়ায়।