কলকাতা: ছোট বোনের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ছোটবেলা থেকে বড়বেলা, বোন নুসহত জাহানের (Nuzhat Jahan) ছবির কোলাজ ভাগ করে নিলেন নুসরত।
আজ সোশ্যাল মিডিয়ায় নুসজত জাহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নুসরত। সেইসঙ্গে তিনি লেখেন, 'তোমার ভাগ্য আর আমার প্রার্থনা। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। তোমার সমস্ত স্বপ্ন আরও বড় হোক। আজ তোমার জীবনের এই বিশেষ দিনে আমি চাই তোমার জীবন আরও সুন্দর হোক। প্রত্যেকদিন আরও আনন্দে কাটুক। শুভ জন্মদিন নুসহত জাহান।
সদ্য মুক্তি পেয়েছে নুসরত জাহানের নতুন ছবি 'স্বস্তিক সংকেত' (Swastik Sonket)। এছাড়াও বাংলাদেশের একটি আইটেম সং-এর শ্যুটিং করেছেন নুসরত। সদ্য মুক্তি পেয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যায়, কখনও ময়ূরের পালকের পোশাকে সেজে নজর কাড়ছেন নুসরত। কখনও আবার তাঁর পরণে রানি রঙের মুক্তোর কাজ করা পোশাক। তাঁর দেখা মিলল রুপোলি পাশ্চাত্য গাউনেও। খোলা চুল আর গোলাপি ঠোঁটে তারকাদ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। ক্যাপশানে দিয়েছেন ছোটখাটো তথ্যও। গানের কথায়, সুরে তাপস। কণ্ঠে লুইপা। প্রযোজনায়, সাজ-বিন্যাসে ফরজানা মুন্নি। পরিচালনা করেছেন বাবা যাদব। গানের নাম, 'নাচ ময়ূরী নাচ'।
আরও পড়ুন: নদী আর বরফে ঢাকা পাহাড়, মিমির সোশ্যাল মিডিয়ায় ছুটিযাপনের ছবি
৯ জানুয়ারি মুম্বইতে এই গানের শ্যুটিং করেছেন নুসরত ও বাবা (Baba Yadav)। সেসময় গোয়ায় যশের সঙ্গে সময় কাটাচ্ছিলেন নুসরত। তাঁর পরের দিনই ছিল তারকা সাংসদের জন্মদিন। সেই দিনটাও গোয়ায় কাটিয়েছেন নুসরত। তাঁর জন্য অনবদ্য একটি কেকের আয়োজন করেছিলেন যশ। কেকে একজন মা-কে দেবদূত সাজানো হয়েছিল। যশের চোখে নুসরত ও কি দেবদূতের মতোই আগলে রাখেন ঈশানকে?
দ্য ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেছেন যশ ও নুসরত। যশ ও নুসরত যে রিল ভিডিও পোস্ট করেছেন তার স্টাইলও বেশ একরকম। দুজনেই প্রথমে সানগ্লাস হাতে নিয়ে হেঁটে আসছেন। তারপর সানগ্লাস পরতেই বদলে যাচ্ছে তাঁদের পোশাক ও চুলের ধরন। যশের পরণে প্রথমে থাকছে নীল ডেনিম, সাদা টি-শার্টের ওপর হলুদ হাফহাতা জ্যাকেট। এরপর বদলে গিয়ে সেই পোশাক হয়ে যাচ্ছে নীল রিপড ডেনিমের বুকখোলা জ্যাকেট ও আকাশি ডেনিম।
অন্যদিকে নুসরত পরেছেন একটি অফ সোলডার সবুজ পাশ্চাত্য পোশাক। এরপরে সেই পোশাক বদলে গিয়ে হচ্ছে সাদা হট প্যান্ট আর ডিজাইনার সাদা শার্ট। নুসরতেরও হাতে চশমা। সেই চশমা চোখে পরতে পরতেই হেঁটে আসছেন তিনি।