কলকাতা: শহরে ছবি প্রচারে এসে 'রাম পিঠে' খেলেন নুসরত (Nusrat Jahan and Yash Dasgupta)। সঙ্গে ছিলেন যশও। যাদবপুরের একটি মিষ্টান্ন প্রতিষ্ঠানে পিঠেপুলি উৎসব এবং তাঁর নতুন ছবির প্রচারে গেরুয়া এই পিঠের স্বাদ নেন। প্রস্তুত কর্তারা জানিয়েছেন, গাজর দিয়ে তৈরি এই হার্বাল পিঠের বরাত এসেছে অযোধ্যা থেকে।


 প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়েছে। তারই মধ্যে গ্রাম বাংলা তো বটেই , শহরেও পিঠের স্বাদ নিতে কেউ বাকি রাখেনি। গ্রামের বাড়িতে সন্ধ্যা নামতেই জ্বলছে মাটির উনুন। জ্বালানির দিয়ে তার উপরে পিঠ পেতে বসছে সাচ। আর সেই সাচেই তৈরি হচ্ছে হরেকরকমের পিঠে। তবে পাটালি গুড় সহযোগে হোক কিংবা দুধ পিঠে, সবেতেই সমান আগ্রহ বাঙালির। আর সেই স্বাদ এখন এই প্রজন্মের ছেলে-মেয়েদের মুখে ফেরাতে দিকে দিকে পিঠের ফেস্টিভ্যাল। যদিও এদিন যশের সঙ্গে ছবি প্রচারে বেরিয়ে রাম পিঠে খেলেন অভিনেত্রী।


 যদিও তিনি যাই করুন না কেন, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। বিয়ে থেকে সম্পর্ক একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নুসরত জাহানের (Nusrat Jahan) নাম। এমনকি সম্প্রতি  ফ্ল্যাট-প্রতারণা মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। গতবছর দশমীতে সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। দশমীতে স্বামী যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে চেতলা অগ্রণীর (Chetla Agrani) প্যান্ডেলে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছিল পিচ রঙা শাড়িতে নিজেকে সাজিয়েছেন নুসরত। মাথায় চওড়া সিঁদুর। স্বামী যশের সঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ছবিও পোস্ট করেন অভিনেত্রী।


আরও পড়ুন, ২৩ তম দিনে ভেঙে পড়ল গ্রাফ, কোথায় দাঁড়িয়ে শাহরুখের 'ডাঙ্কি' ?


ক্য়াপশনে লিখেছিলেন, 'সুখের স্মৃতি রেখো মনে/ মিশে থেকো আপনজনে/ মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে/ মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া।'  আর তারপরই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে একের পর এর কটাক্ষের বাণ। প্রশ্ন ওঠে তাঁর ও যশের সম্পর্কে নিয়ে। পাশাপাশি নামের পদবীতে জাহান ব্য়বহার করে কেন সিঁদুর পরেছেন তিনি, এই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। তবে কেউ কেউ তাঁর ও যশের প্রশংসাও করেন। আর প্রত্য়েকবারের মত এবার ট্রোলারদের পাত্তা দেননি অভিনেত্রী। শুধু নুসরতই নন প্রতিমার ছবির সামনে নিজের ছবি পোস্ট করে যশ লিখেছেন, ‘বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন, তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানাই আর ছোটদের ভালবাসা।'