কলকাতা: ছুটির দিনে বাড়িতে যেন ছুটির আমেজ। আগামীকাল থেকেই নিয়মে বাঁধা জীবনে ফেরা। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। পাশাপাশি কালো কার্টুন প্রিন্টের টি শার্টে ছবি শেয়ার করলেন যশ দাশগুপ্তও।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন নুসরত। সাদা শার্টের সঙ্গে মানানসই নীল ডেনিম পরেছেন তিনি। সঙ্গে পনিটেলের সাদামাটা সাজ। ছবি শেয়ার করে নুসরত লিখছেন, 'Ruling the classic'। পুজোর কয়েকটা দিন অবশ্য একেবারে অন্য রুপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে আজকের ছবিতে ফের পুরনো রুটিনে ফেরার ইঙ্গিত নুসরতের।
কেবল নুসরত নয়, সোশ্যাল মিডিয়ায় আজ কালো পোশাকে ছবি আপলোড করেছেন যশ দাশগুপ্তও। সেখানও তিনি লিখেছেন রোজকার নিয়মে বাঁধা জীবনে ফেরার কথা। কালো টি শার্টে কার্টুন চরিত্র টম -এর ছবি দেওয়া। সঙ্গে লেখা মজার লাইনও। ছবি শেয়ার করে যশ দাশগুপ্ত। লেখেন, 'সাধারণ জীবনে ফেরা'।
তবে আগের মতো নেই নুসরতের জীবন। সদ্য মা হয়েছেন তিনি। ছোট্ট ঈশানকে দিতে হয় দিনের অনেকটা সময়ই। কিন্তু পুজোর কয়েকটা দিন সোশ্যাল মিডিয়ায় শাড়ী সাজেই দেখা গিয়েছিল নুসরতকে। এমনকি যশের সঙ্গে মণ্ডপেও গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডাও জমিয়েছিলেন যশ নুসরত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
সদ্য যশের জন্মদিন গিয়েছে। যশের কেকের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেখানে লেখা ছিল হাজব্যান্ড ও ড্যাড। কোনও কথা না বলে এভাবেই কি সবার সামনে যশকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন নুসরত? কেবল ছবি নয়, যশের সঙ্গে জন্মদিনের রাতের খাবারের ছবিও ভাগ করে নেন নুসরত। সেখানে হাসিমুখে দেখা গেল 'যশরত' জুটিকে।
অন্যদিকে ঈশানকে সামলে শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন নুসরত। নিজের নতুন ছবি জয় কালী কলকাত্তাওয়ালীর শ্যুটিং শুরু করেছেন তিনি। নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'