অতসী মুখোপাধ্যায়, কলকাতা: তিনি অভিনেত্রী, সাংসদ। তিনি নতুন মা। তিনিই এবার সঞ্চালকের ভূমিকায়। তিনি নুসরত জাহান। একটি বেসরকারি রেডিও চ্যানেলের হয়ে ডিজিট্যাল টক-শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে নুসরতকে।


'ভালবাসায় বোল্ড' করতে এবং একইসঙ্গে ভালবাসার বিভিন্ন সমস্যার সমাধান করতে একেবারে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। অভিনেত্রীর মুকুটে নতুন পালক। কেমন লাগছে তাঁর? হাসতে হাসতে নুসরতের স্বীকারোক্তি, 'সকলের সমস্যার সমাধান করতে করতে আমি জেরবার। সাংসদ হিসেবে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা, মানুষ হিসেবে পরিবারের এতগুলো সমস্যার সমাধান করা, এবার মানুষের ভালবাসার সমস্যার সমাধান করার দায়িত্বও আমাকে নিতে হয়েছে। তবে কাজটা করতে আমার বেশ ভাল লেগেছে। এখন মানুষ যে প্রকাশ্যে এসে এত কথা বলেন, তাঁদের সমস্যার কথা শেয়ার করছেন, সেটা বেশ ভাল। আমরাই বলি সমস্যা লুকিয়ে রেখে মানসিক অসুস্থতা আঁকড়ে ধরে। তাই আমার মনে হয় এই শো মানসিক স্বাস্থ্যের পক্ষে খুব ভাল। মন ও মাথা দুইয়েরই খেয়াল রাখবে এই শো।'



নুসরতের শোয়ে হাজির হয়েছেন একাধিক নামী তারকারা, যেমন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী। কেমন ছিল তাঁদের সঙ্গে আলাপচারিতা? 'ওঁরা প্রত্যেকেই "ভালবাসায় বোল্ড"। সেটা এতটাই যে আমাকে প্রশ্ন করতেই হয়নি বিশেষ। বেশি প্রশ্ন করলে আমাকে বোল্ড আউট করে দিত। আসলে সকলেই ওঁরা আমার বন্ধু, আমি ওঁদের ব্যক্তিগতভাবে চিনি। তাই তাঁদের বেশি খুঁটিয়ে প্রশ্ন করতেই হয়নি। সাধারণ মানুষ এই সমস্ত তারকাকে এই রূপে আগে দেখেনি যেভাবে আমার শোয়ে পাবেন। ওঁরা খুবই আনকাট, খুব রিয়্যাল ছিলেন আমার শোয়ে।'


আরও পড়ুন: Aryan Khan Birthday: আরিয়ান খানের জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জুহি চাওলার


প্রেম জড়িত কোন সমস্যার কথা মনে রয়েছে? 'মানুষের এমনিই প্রচুর সমস্যা, প্রেম নিয়ে সমস্যা তো আছেই। কিছু কিছু এমন ভুলের কথা শুনেছি যা আর ঠিক করা সম্ভব নয়। তখন বলেছি যে জীবনে ভুলটা মেনে নিতে হবে। অ্যাক্সেপট্যান্স ইজ ইম্পর্ট্যান্ট।' অকপটে অভিনেত্রী এও স্বীকার করছেন যে অনেক সময়েই অনেকের প্রেম ঘটিত সমস্যার সমাধান করতে পারেননি তিনি। সোজাসাপ্টা বলেই দিয়েছেন সেই কথাও। 'এত ধরনের সমস্যার কথা শুনেছি যে বাড়ি গিয়ে মনে হত এত সমস্যা হয় মানুষের জীবনে। আমার ধারণা ছিল আমার সিদ্ধান্তেই লোকে এত নজর দিয়ে থাকে। এখন মনে হয়, পাশের বাড়ির ছেলেমেয়ের জীবনে এমন সমস্যা হলে তাদেরও চোখ রাঙানো উচিত, শুধু সেলেব্রিটিদের দিকে নয়।'


তাহলে কি তারকা হওয়ার জন্যই এত লোকের চোখ রাঙানি সহ্য করতে হয়? নুসরতের মন্তব্য, 'করতে হয় না, রোজই করছি। তবে এখন সয়ে গেছে।'