'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতে যশের সঙ্গে পৌঁছলেন নুসরতও

পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা।

Continues below advertisement

কলকাতা: পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা। আর তাই, যশের নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতেও যশ দাশগুপ্তের পাশাপাশি হাজির রইলেন ঈশান জননী, নুসরত জাহান।

Continues below advertisement

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।

অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই এই ছবির শ্যুটিং করেছিলেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একেবারে পাশের বাড়ির মেয়ের। আত্মবিশ্বাসী ও এমন কঠিন চরিত্রে অভিনয় আগে কখনও করেননি বলেই জানিয়েছেন নুসরত। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরতের বন্ধুত্ব ঈর্ষণীয়। একে অপরে 'বোনুয়া' বলে সম্মোধন করেন তাঁরা। ছবির পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন নুসরত। সেখানে তাঁর মুখে মেকআপ করতে ব্যস্ত এক শিল্পী। অপরজন ব্যস্ত তাঁর চুলকে সাজিয়ে দিতে। তারপরেই ছোট্ট হ্যান্ডফ্যানে ক্যামেরা ঢেকে ফেলছেন অভিনেত্রী। আড়াল সরলেই দেখা যাচ্ছে, সম্পূর্ণ তৈরি নায়িকা নুসরত। ঝলমল করছে তাঁর চোখের আইশ্যাডো। চমক রয়েছে কেশসজ্জাতেও। ছোট্ট এই ভিডিওর ক্যাপশানে নুসরত লিখেছেন, 'তুমি আমায় চাও, আমিও তোমাকেই চাই।'

Continues below advertisement
Sponsored Links by Taboola