কলকাতা: বাড়ির লনে নীল পোশাকে গাড়ি ধুচ্ছেন নুসরত জাহান। সঙ্গী? যশ দাশগুপ্ত? নাহ.. এমনকি নিখিল জৈনও নয়। তিনি খড়কুটো ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী ওরফে পর্দার রূপাঞ্জন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মা। একটি কোম্পানির অ্যাড শ্যুটে ধারাবাহিকের নায়কের সঙ্গেই দেখা গেল তাঁকে।
নিজের ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি পোস্ট করেছেন নুসরত জাহান। সেখানে তাঁকে দেখা গেল রাজার সঙ্গে গাড়ি ধুতে, কথা বলতে, এমনকি মাতলেন খুনসুটিতেও। মজা করে কাদা ছিটিয়ে ভিডিয়ে দিলেন রাজার জামাও। তাতে রাজা আপত্তি জানালেও নুসরতের থোড়াই কেয়ার। কিছুদিন আগে বাবা হয়েছেন রাজাও। তাঁর একরত্তির নাম কেশব। তাঁর সঙ্গেই এবার জুটি বাঁধলেই ঈশান জননী। মা হওয়ার পর এই প্রথম অভিনয় করতে দেখা গেল তাঁকে। তবে এই বিজ্ঞাপনী শ্যুট হয়েছিল নুসরতের অন্তঃসত্তা অবস্থাতেই।
নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? সেই প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছিলেন, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে পুরসভার সাইটে বার্থ সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্তর নামটি। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন যশ-নুসরত দুজনেই। এর আগে নুসরত জানিয়েছিলেন, জন্মের শংসাপত্রে ঈশানের বাবার নাম রাখতে চান না তিনি।