কলকাতা: গত বৃহস্পতিবার, ২৬ অগাস্ট, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। এখনও হাসপাতালেই রয়েছেন সদ্যোজাত ও মা। আর মা হওয়ার পর আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। কী লিখলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে?
অপারেশনের দিন সকালে তাঁর শেষ পোস্ট দেখেছিলেন অনুরাগীরা। একটি নিজস্বী পোস্ট করে লিখেছিলেন 'ফেইথ ওভার ফিয়ার' অর্থাৎ ভয়ের ঊর্ধ্বে ভরসা। দিন দুয়েকের বিশ্রামের পর আজ অবশ্য একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন নুসরত। রবিবারের বৃষ্টিভেজা দুপুরে জানলার ধারে রাখা দুটো কফি কাপের বুমেরাং পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন 'রেন, কফি অ্যান্ড মোর...'। বৃষ্টির দিনে হাসপাতালে থেকেই মজেছেন কফিতে। তবে কফির ধোঁয়ায় সঙ্গী কে তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।
নুসরতের মাতৃত্ব নিয়ে শুরু থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। তবে এই গোটা সময়ে তাঁকে ছায়ার মতো আগলে রেখেছেন 'বন্ধু' অভিনেতা যশ দাশগুপ্ত। সদ্য মা হওয়ার পরও যশ জানিয়েছিলেন মা ও সন্তান দু'জনেই ভাল আছেন। আজকের ছবির দ্বিতীয় কফির কাপটি কার তা ছবিতে জানা যায়নি। তবে তিনি এখন যে অনেকটাই সুস্থ সেই বার্তা পৌঁছে গেছে অনুরাগীদের কাছে। প্রিয় বন্ধু মা হওয়ার পর তাঁকে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে তুলেছিলেন বান্ধবীরা। সদ্য মা হওয়া নুসরতের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁকে ভার্চুয়াল মাধ্যমে ভালোবাসা পাঠান অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভাল আছেন নুসরত জাহান এবং তাঁর ছেলে। আগামীকাল নুসরত এবং তাঁর শিশুকে পরীক্ষা করবেন চিকিৎসকরা, এবং সম্ভবত মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে। আজ সকালেও মেডিকেল টিমের সদস্যরা নুসরত এবং তাঁর ছেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে আসেন। গতকালের কিছু পরীক্ষার ফলাফল নিয়ে পর্যালোচনা করেন তাঁরা। সমস্ত রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। দু'জনেই সুস্থ আছেন, এমনটাই জানা গিয়েছে। তবে আরও একদিন দেখে ছুটির সিদ্ধান্ত নিতে চান তাঁরা।