কলকাতা: টলিউডে কান পাতলেই গুঞ্জন, তাঁদের নাকি বিচ্ছেদ হতে চলেছে! সম্প্রতি গণেশ পুজোতেও একাই দেখা গিয়েছিল নুসরত জাহান (Nusrat Jahan)-কে। একমাত্র পুত্র ঈশানকে তিনি একাই এসেছিলেন বন্ধু শ্রেয়া পাণ্ডের পুজোয়। অন্যদিকে যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-কেও দেখা গেল গণেশ পুজোয়, তবে একা। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আলাদা আলাদা দেখা গিয়েছে নুসরত ও যশকে। শোনা গিয়েছে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার কারণেই তাঁদের মধ্যে শুরু হয়েছে সমস্যা। সমস্যা রয়েছে যশের প্রথম পক্ষের ছেলেকে নিয়েও। তবে এই সমস্ত জল্পনা কি এবার থামাতে চাইলেন নুসরত জাহান? সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে নতুন ছবি শেয়ার করে নিয়ে তিনি বোঝাতে চাইলেন, সবকিছু ঠিকঠাক ই রয়েছে তাঁদের মধ্যে?

সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে যশ, নুসরত। মুখে হাসি। ছবির ক্যাপশান ও বেশ অর্থবহ। ক্যাপশনে নুসরত লিখেছেন, 'লোকেদের গল্প বানাতে দাও, আমরা আমাদের জীবনটা উপভোগ করি।' এই ক্যাপশানেই যে যাবতীয় গুঞ্জন থামিয়ে দিতে চাইলেন নুসরত। সম্প্রতি শোনা গিয়েছিল, দীর্ঘদিন ধরেই নাকি একসঙ্গে থাকছেন না যশ ও নুসরত। ছেলেকে নিয়ে আলাদা থাকছেন নুসরত। সম্প্রতি নুসরতের বোনের বিবাহ হয়েছে। সেই বিয়েতেও নাকি যেতে রাজি ছিলেন না যশ। তবে একেবারে শেষ মুহূর্তে তিনি এই উৎসবে সামিল হন। 

কাজের ক্ষেত্রে, সদ্যই মুক্তি পেয়েছে নুসরতের নতুন গান 'অর্ডার ছাড়া বর্ডার'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ ২'-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। সদ্য মুক্তি পাওয়া সেই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই গানের রিল বানিয়েছেন। এই গান মুক্তির পরে একাধিক সাক্ষাৎকারে নুসরত বলেছেন, তাঁর ও যশের মধ্যে সম্পর্ক একেবারে স্বাভাবিক রয়েছে। তিনি সমস্ত কিছু জেনেই যশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি জানতেন যে যশের এক ছেলে রয়েছে, সুতরাং তাকে নিয়ে সমস্যা হওয়ার কোনও প্রশ্নই নেই। নুসরত এও বলেছেন যে, ২ ভাইয়ের মধ্যে খুব ভাল সম্পর্ক। যশের ছেলে ও ঈশানের দায়িত্ব নেয়। তবে তারপরেও কেন গণেশ পুজোয় একসঙ্গে দেখা গেল না যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে? কেন দাম্পত্য ঠিক রয়েছে তা প্রমাণ করতে পুরনো ছবি পোস্ট করতে হল নুসরতকে? সেই প্রশ্ন রয়েই যাচ্ছে..