কলকাতা: থানায় বসেই মিটমাট করতে বলেছিল পুলিশ। চেষ্টা করেছিল অভিযুক্তদের বাঁচানোর। ঠাকুরপুকুরকাণ্ডে ফের অভিযোগ করল নিহতের পরিবার। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হলেন শাসক দলের কাউন্সিলরও। এরই মাঝে এদিন প্রকাশ্যে এসেছে, আরও কিছু সিসি ক্যামেরার ফুটেজ। স্থানীয় সূত্রে খবর, ঠাকুরপুকুর বাজারের আগেও একটি বাইকে ধাক্কা মারে পরিচালকের গাড়ি। পরিবারের অভিযোগের ভিত্তিতে মেলেনি পুলিশের প্রতিক্রিয়া।

রবিবার, সকাল ৯টা ২৩। ব্য়স্ত ঠাকুরপুকুর বাজার দিয়ে ছুটে যাচ্ছে সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি। সিসি ক্য়ামেরার এই ফুটেজ থেকেই স্পষ্ট, দুর্ঘটনার মিনিট তিনেক আগে ভিড়ে ঠাসা রাস্তায় কতটা বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি। গাড়ির ধাক্কায় একজনের মৃত্য়ু ও একাধিক জনের আহত হওয়ার ঘটনা ঘিরে ইতিমধ্য়েই শোরগোল পড়ে গেছে রাজ্য়জুড়ে! কিন্তু, এরইমধ্য়ে আরও একটি বিষয় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তা হল, গাড়ির ধাক্কা নিহতের পরিবারের অভিযোগ, থানায় বসেই তাদের বিষয়টি মিটমাট করে নিতে বলেছিল পুলিশ!

গাড়ির ধাক্কায় নিহত আমিনুর রহমানের ছেলে বলছেন, 'থানার ভেতরে, আমাদের হঠাৎ ডাক করিয়েছিল থানায়, রাতের বেলায়। বাবা মারা যাওয়ার পর আমরা যখন ঘরে আসি। তারপর এসব কথা হয়েছিল থানার ভিতরে। বলছিল, কিছু সেটলমেন্ট করিয়ে নাও। ওরা ইনসিওরেন্স ক্লেম করিয়ে দেবে, এইসব অনেক কথা বলেছিল।' বুধবার সকালে নিহতর বাড়িতে যান ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। তাঁর সামনেই পুলিশের অভিযোগে ক্ষোভ উগরে দেন নিহতের পরিবার। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন খোদ তৃণমূল কাউন্সিলরই।

টালিগঞ্জের এক পরিচালকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনায় সরব হয়েছেন অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই। অভিনেত্রী নুসরত বলছেন, 'খারাপ বিষয়কে খারাপই বলতে হয়। দয়া করে মদ্যপান করে গাড়ি চালাবেন না।' যশ বলছেন, 'মানুষের জীবন যদি চলে যায়, সেটা আর ফিরে আসে না। সবার তো একটু দায়িত্ববান হওয়া উচিত। কিছুক্ষণের ফুর্তির জন্য কারোর জীবন নিয়ে খেলাটা ঠিক নয়।' অভিনেতা ও চিকিৎসক কিঞ্জল নন্দ বলছেন, 'নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো তো সবথেকে বড় ক্রাইম। কী করে সেই অধিকারটা উনি পেলেন সেটা দেখতে হবে। এটা কিন্তু একপ্রকার হত্যা।'

ধৃত গাড়ির চালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো, যিনি টালিগঞ্জের সিরিয়ালের পরিচালক, তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। গাড়ির ধাক্কায় একজনের মৃত্য়ু হয়েছে, ৯জন আহত।